Wednesday, November 12, 2025

সওকতের বি.রুদ্ধে মা.মলা প্র.ত্যাহার, জ.রিমানার টাকায় আদালত চত্বরে গাছ লাগানোর নির্দেশ

Date:

ভাঙরের তৃণমূল নেতা সওকত মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করেও প্রত্যাহার করে নিয়েছেন এক আবেদনকারী। তাতে আদালতের সময় নষ্ট হয়েছে। মঙ্গলবার এই কারণে ওই মামলাকারীকে জরিমানার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।উচ্চ আদালতের বিচারপতি অমৃতা সিনহা এদিন তাঁর নির্দেশে জানিয়েছেন, জরিমানার টাকায় উচ্চ আদালত চত্বরে বড় গাছ লাগাতে হবে। এ ব্যাপারে বন দফতরের সঙ্গে কথা বলে তাদের দায়িত্ব দিতে হবে। কোনও ফুলের গাছ বা পাতাবাহার নয়, এমন গাছ লাগাতে হবে যা ভবিষ্যতে অনেক বড় বৃক্ষ হয়ে ওঠে।

বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে বলেছেন, মামলাকারীর দেওয়া জরিমানার টাকায় গাছ লাগানো হল কিনা সে ব্যাপারে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে। জানা গিয়েছে, ভাঙরের একটি ঘটনায় তৃণমূল নেতা সওকত মোল্লার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলা বেশ কিছুদিন ধরে চলার পর মামলাকারী তা প্রত্যাহার করে নিয়েছেন। এই কারণেই তাঁকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই জরিমানার টাকাতেই এবার হাই কোর্ট চত্বরে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।

 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version