তৈরি হয়ে, গরমে কালো, গলাবন্দ কোর্ট পরে শিলিগুড়ি (Siliguri) গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। কথা ছিল সেখান থেকে যাবেন চোপড়া। কিন্তু সূত্রের খবর সেখানে কেউ তাঁর সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন- এই খবর শুনেই না কি ফিরতি বিমানে ধরেছেন রাজ্যপাল বোস। রাজভবনসূত্রে খবর, হঠাৎই চোপড়া সফর বাতিল করেছেন রাজ্যপাল। কেন বাতিল- তা নিয়ে রাজভবনের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি। সূত্রের খবর, নির্যাতিতদের পরিবারের আস্থা আছে রাজ্যের পুলিশ-প্রশাসনের উপর। তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজি নয়।
কথা ছিল তার পরেই বাগডোগরা হয়ে সড়কপথে চোপড়া পৌঁছবেন। কিন্তু দুপুর ১টা নাগাদ হঠাৎই জানা যায় রাজ্যপাল চোপড়ায় যাচ্ছেন না। সূত্রের খবর, নির্যাতিতদের পরিবারের আস্থা আছে রাজ্যের পুলিশ-প্রশাসনের উপর। তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজি নয়। এমনকী, নির্যাতিতদের সঙ্গে শিলিগুড়ি সার্কিট হাউসে দেখা করতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তাতে রাজি নিন নির্যাতিত ও তাঁদের পরিবার। ফলে, আর বিষয়টি নিয়ে জলঘোলা করা যাবে না বুঝতে পেরেই ফের আনন্দ বোস (CV Anand Bose) দিল্লি ফিরে গিয়েছেন বলে মত রাজনৈতিক মহলের। সূত্রের খবর, বাংলায় সাংবিধানিক প্রধানের আসন টলমল। সেই কারণেই তিনি আপাতত দিল্লিতেই থাকবেন।
