Tuesday, November 4, 2025

সুপ্তির প্রচারে মানিকতলায় বৃষ্টি মাথায় অরূপ-অতীন-কুণালদের ব়্যালি, উপচে পড়া ভিড়ে নজর কাড়ল ট্যাবলো

Date:

মানিকতলা বিধানসভার উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের সমর্থনে মঙ্গলবার এক বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নিলেন তৃণমূল নেতৃত্ব। মানিকতলা থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত এই পদযাত্রায় অংশ নেন তৃমমূল নেতা কুণাল ঘোষ,মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রার্থী সুপ্তি পাণ্ডে, কাউন্সিলর অয়ন চক্রবর্তী, ডেপুটি মেয়র অতীন ঘোষ, স্বর্ণকমল সাহা, সন্দীপন সাহা, ছাত্র নেতা সুদীপ রাহা, যুবনেতা শক্তি প্রতাপ সিং, কৈলাস মিশ্র, বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ অন্যানরা।

নজরকাড়া ট্যাবলো সহ এই পদযাত্রাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীর সমর্থনে সবাই পা মেলান। ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি, আসন্ন উপ নির্বাচনে তৃণমূলকে ফের জয়ী করার আহ্বান জানান প্রার্থী।

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, কাজের কোনও শেষ হয় না। প্রয়াত সাধন পাণ্ডের অসমাপ্ত কাজ শেষ করবেন সুপ্তি পাণ্ডে। তিনি বলেন, বিজেপির পয়সা আছে কিন্তু লোকবল নেই। হোর্ডিং লাগিয়েই ওদের দায়িত্ব শেষ।নাম না করে তিনি বলেন, বিজেপি প্রার্থী এর আগেও হেরেছেন এবারও হারবেন। ধর্মের ভিত্তিতে নয় কর্মের ভিত্তিতে ভোট হোক। বাংলার মানুষ প্রমাণ করেছে সাম্প্রদায়িক বিজেপিকে তারা চায় না। মানিকতলা উপ নির্বাচনেও তার ব্যতিক্রম হবে না। কারণ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষের ভরসা আছে। তার উন্নয়নের ওপর বাংলার মানুষ আস্থা রাখে।

তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি বাংলার মানুষের চেনা হয়ে গিয়েছে। আজ যেভাবে পদযাত্রায় সবাই একজোট হয়ে পা মিলিয়েছেন, ঠিক এভাবেই ভোট বাক্সে তৃণমূলকে জয়ী করতে হবে। এদিনের পদযাত্রায় রাস্তার দুপাশে শুভেচ্ছা বিনিময়ের জন্য হাজির ছিলেন ভোটাররাও। ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রাখতে এবারও তৃণমূল প্রার্থী জয়ী হবেন।

 

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version