“বাংলা ভুলি কী করে, বাংলা বুকের ভিতরে”।। “অথবা আমি বাংলায় গান গাই”।। বিশ্ব জুড়েই বাংলা আছে, আছেন বাঙালি। আর ভোটের (Vote) বাজারে খাস রাজার দেশেও বাংলায় ছাপা হল নিয়মাবলি। ৪ জুলাই ব্রিটেনের (Britain) ভোট। সেখানে যাঁরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাঁদের জন্য নিয়মাবলী ছাপা হয়েছে ইংরাজি ছাড়াও নানা ভাষায়। তার মধ্যে রয়েছে বাংলাও।
ভারতের মতো বহু ভাষাভাষির দেশে কেন্দ্রীয় সরকারি অনেক নথিই বাংলায় ছাপা হয়। সেই সব নথিতেও অনেক সময়েই ভুল বাংলা লেখা থাকে। আর খাস বিলেতের বাংলা কতটা বাংলা আর কতটা ইংরেজি মিশ্রিত ‘বাংরেজি’ সেটা নিয়ে তর্ক চলতেই পারে। তবে, রাজার দেশে বাংলা ভাষায় লেখা নিয়মাবলী দেখে আত্মশ্লাঘা অনুভব করছেন অনেক বাংলাভাষী।