পরকীয়ার ‘অপরাধে’ সালিশিসভার নামে মারধর! আত্মঘাতী মহিলা, গ্রেফতার ৪

বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital affair) জেরে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় সালিশি সভার নামে এক মহিলাকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অপমান সহ্য করতে না পেরে ওই মহিলা আত্মহত্যা করেন বলে জানিয়েছেন স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ (NJP police), ধৃত ৪।

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের বকরাভিটা এলাকার এক মহিলা স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে গেছিলেন বলে অভিযোগ। প্রায় আট দিন ধরে নিখোঁজ থাকার পরে, ওই মহিলা স্বামীকে ফোন করে বাড়ি ফিরে আসার কথা বলেন। কিন্তু অভিযোগ, ফিরে স্বামীর কাছে আসতেই এলাকার কয়েক জন মহিলা মিলে গত শুক্রবার সালিশিসভা বসায়। গত শনিবার কীটনাশক খেয়ে আত্মঘাতী হন ওই মহিলা। পরে এনজেপি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। মৃতার স্বামী বলছেন, ‘‘এলাকায় পঞ্চায়েতের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু পাড়ার কয়েকজন মহিলা নিজেরাই সালিশি সভা বসান। পঞ্চায়েতের কাছে যেতে দেনিনি। দোষীদের কঠোর শাস্তি চাই।’’