Tuesday, December 23, 2025

দেড় বছরে সাফ হবে NDA: লোকসভায় দাবি সাংসদ কল্যাণের

Date:

Share post:

মহারাষ্ট্র আর উত্তর প্রদেশের নির্বাচন হলেই দেশ থেকে এনডিএ সরকার সাফ হয়ে যাবে। লোকসভায় ‘ঠুনকো’ মোদি সরকারকে কটাক্ষ করতে গিয়ে দাবি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃতীয় মোদি সরকার গঠন হওয়ার পর থেকেই বিরোধীরা দাবি করেছিলেন, এই সরকার ক্ষণস্থায়ী। এবার লোকসভায় দাঁড়িয়ে সেই মেয়াদও স্পষ্ট করে দিলেন তৃণমূল সাংসদ।

মন্ত্রিসভা গঠনের পরে দেশে যে পরিবর্তনের দাবি করেছিলেন রাষ্ট্রপতি, তাকে বাস্তব অর্থে ব্যাখ্যা করেন কল্যাণ। তিনি বলেন, “পরিবর্তন তো হয়েছেই। একদিক রয়েছে একটি ঠুনকো সরকার। আর উল্টোদিকে একটি শক্তিশালী বিরোধী পক্ষ।” এই প্রসঙ্গে তাঁর আরও দাবি, প্রতিদিন প্রতি মুহূর্তে সরকার মনে রাখবে আমরা ঠুনকো, বিরোধীরা শক্তিশালী। সংসদের ভিতরে যেমন লড়াই হবে, তেমনই সংসদের বাইরেও লড়াই হবে।

তৃণমূল সাংসদের দাবিকে সমর্থন জানিয়ে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বলেন, অল্প সময়ের মধ্যেই উল্টোদিকে বসবে বিরোধীরা। এই প্রসঙ্গেই কল্যাণের দাবি, “আর বেশিদিন নেই। মহারাষ্ট্রের নির্বাচন হতে দিন। উত্তরপ্রদেশের নির্বাচন হতে দিন। তারপরে দেড় বছরে সাফ হয়ে যাবে এই সরকার।”

মোদি সরকারের দুর্বলতাকে তুলে ধরতে কিৎ কিৎ খেলার প্রসঙ্গে টেনে আনেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চারশো পারের যে দাবি বিজেপি নির্বাচনের আগে করে এসেছিল, সেই দাবিকে কটাক্ষ করে কল্যাণের দাবি, “চু কিৎ কিৎ খেলার চু শুরু হয়েছিল চারশোতে। শেষে দম কমে এসে কিৎ কিৎ আর শোনা যায়নি।” সেই সঙ্গে নরেন্দ্র মোদি ক্রাচের মতো একদিকে নীতীশ কুমার অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর উপর ভর করে সংসদে প্রবেশ করছেন বলেও কটাক্ষ করেন শ্রীরামপুরের সাংসদ।

spot_img

Related articles

বাংলাদেশ উপ দূতাবাসের সামনে বিক্ষোভ! বিজেপির চক্রান্ত-নাটক যুক্তি দিয়ে ওড়াল তৃণমূল

প্রতিবেশী বাংলাদেশে অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের সামনে মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া ঘটনাকে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন আচরণ...

রাজধানীতে বড়দিনের টুপিতে ‘না’! ডবল ইঞ্জিন রাজ্যে ক্রমশ কোণঠাসা সংখ্যালঘুরা

ধর্মের নামে পেটে লাথি। আরএসএস-এর তরফ থেকে ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার চাপ যত বাড়ানো হচ্ছে তত বিজেপি শাসিত...

হামলার প্রতিবাদে সুরের মিছিল: গানে গানে ছায়ানটের জবাব

বাংলাদেশের গর্ব ও ঐতিহ্যের প্রতীক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট সম্প্রতি এক ভয়াবহ হামলার শিকার হয়েছে। হাদির মৃত্যুর ঘটনার সঙ্গে...

জেলা থেকে রেশন দোকান! চার ধাপে নজরদারির পথে রাজ্য

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আরও জোরদার করতে বড়সড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। সরকারি গণবণ্টন ব্যবস্থার ওপর নজরদারি বাড়াতে...