টি-২০ বিশ্বকাপ জিতে কেন পিচের মাটি খেয়েছিলেন রোহিত? জানালেন নিজেই

গত শনিবার স্বপ্নপূরণ হয় ভারতবাসীর। দীর্ঘ খরা কাটিয়ে টি-২০ বিশ্বকাপ ঘরে তোলে টিম ইন্ডিয়া। এই সাফল্যের পর আবেগে ভাসেন ভারতীয় ক্রিকেটাররা। দেখা যায় পিচের মাটি তুলে মুখে দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। যেই ছবির সঙ্গে নেটিজেনরা মিল পেয়েছেন নোভাক জোকোভিচের। তিনি উইম্বলডন জিতে কোর্টের ঘাস খেয়েছিলেন।সেই দেখেই অনুপ্রানীত রোহিত ? সেই নিয়েই এবার মুখ খুললেন ভারত অধিনায়ক স্বয়ং নিজেই। যা প্রকাশ করেছে বিসিসিআই।

বিসিসিআই-এ প্রকাশিত ভিডিওতে এই নিয়ে রোহিত বলেন, “ কোনও কিছু আগে থেকে ঠিক করা ছিল না। আমার যেমন মনে হয়েছে, তেমন করেছি। উপভোগ করছিলাম মুহূর্তটা। ওই পিচ আমাদের টি-২০ বিশ্বকাপ দিয়েছে। এই মাঠ, এই পিচ আমি ভুলতে পারব না। তাই এর একটা অংশ আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম। এই মুহূর্তগুলো খুবই স্পেশাল। আমার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি কিছু একটা নিয়ে যেতে চাইছিলাম। সেই কারণেই মাটি খেয়েছিলাম।“

এরপরই ভারত অধিনায়ক আরও বলেন, “ এই মুহূর্তটা বিশ্বাস করা কঠিন। এখনও ঠিক ধাতস্থ হতে পারছি না। স্বপ্ন মনে হচ্ছে। সত্যিই আমরা বিশ্বকাপ জিতেছি, কিন্তু সেটা বিশ্বাস করতে পারছি না। এটাই আবেগ। মনের মধ্যে এটাই চলছে।“

আরও পড়ুন- এটাই শেষ ইউরো কাপ, কোয়ার্টার ফাইনালে উঠে জানিয়ে দিলেন রোনাল্ডোR


Previous articleগণপিটুনিতে কড়া বার্তা রাজ্যের: আইন হাতে নিলে বরদাস্ত নয়, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরি
Next articleএবার নিট-পিজি পরীক্ষা শুরুর দু-ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র !