Monday, August 11, 2025

চুঁচুড়া স্টেশনে থামলই না বর্ধমান লোকাল! যাত্রীদের নামাতে ফের ফিরল আগের স্টেশনে

Date:

নির্দিষ্ট স্টপেজে থামার কথা ছিল ট্রেনটির। যাত্রীরা সবাই অপেক্ষা করছিলেন ট্রেন থেকে নামবেন বলে, কিন্তু যাত্রীদের না নামিয়ে ট্রেন সোজা পৌঁছে যায় হুগলি স্টেশনে (Hoogly Station)। পরে হুগলি স্টেশন থেকে আবার পিছনের দিতে চলতে শুরু করে ওই ট্রেন। ঘটনাটি ঘটেছে ৩৭৮৪৯ আপ হাওড়া-বর্ধমান (Howrah Burdwan) গ্যালপিং লোকালে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার ৩৭৮৪৯ আপ হাওড়া-বর্ধমান লোকাল সন্ধ্যা ৭টায় হাওড়া থেকে ছাড়ে। তবে ওই ট্রেন গ্যালপিং হওয়ায় হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগর ও চুঁচুড়াতে স্টপেজ ছিল ট্রেনটির। ওই ট্রেনের যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, এদিন চন্দননগর অবধি ট্রেন ঠিকই আসছিল। চুঁচুড়ায় নামার জন্য যাত্রীরা গেটের কাছে দাঁড়িয়েওছিলেন। কিন্তু ট্রেন থামেনি চুঁচুড়া স্টেশনে। চুঁচুড়ার পরের স্টেশন হুগলিতে গিয়ে ট্রেনটি দাঁড়ায়। যদিও সেখানে নির্ধারিত স্টপেজ ছিল না। এরপর ট্রেনটি আবার ৮ টা ১ মিনিটে চুঁচুড়ায় ফিরে আসে। এরপর সেখানে ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ফের বর্ধমানের উদ্দেশে রওনা দেয় লোকাল।

বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সিগনালের গন্ডগোল না কি চালকের গাফিলতি তা জানার জন্য তদন্ত করা হচ্ছে”। অন্যদিকে যাত্রীদের কথায়, ‘‘চন্দননগর পর্যন্ত সব ঠিকই ছিল। ৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি চুঁচুড়ায় ঢুকলেও না দাঁড়িয়ে সোজা হুগলি চলে যায়। চুঁচুড়ার যাত্রীরা বুঝতে পারছিলেন না যে কী হল! অনেকে দরজার কাছে চলে আসেন। কিন্তু ট্রেনটি আর দাঁড়ায়নি। হুগলি স্টেশনে গিয়ে দাঁড়ায়। সেখান থেকে আবার ৮ টা ১ মিনিটে চুঁচুড়ায় ফিরে আসে ট্রেনটি।’’


Related articles

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version