Thursday, November 13, 2025

গত কয়েক মাসে ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে বেসরকারি হোম থেকে শিশু থেকে কিশোরীদের নিখোঁজ হওয়ার বহু খবর সম্প্রচারিত হয়েছে। তদন্তকারীরা সেই সব ঘটনার সত্যতা স্বীকার করে নিলেও খুঁজে পাওয়া যায়নি নিখোঁজ হওয়া শিশু বা কিশোরীদের। তবে মধ্যপ্রদেশে এভাবে হারিয়ে যাওয়ার ঘটনা শুধু যে হোমের অনাথ শিশু-কিশোরীদের সঙ্গেই হয় না, তার প্রমাণ মিলল খোদ বিধানসভায়। তথ্য পেশ করা জানানো হল গত তিন বছরে এই রাজ্যে ৩১ হাজার মহিলা ও কিশোরীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে। যদিও তার আগের তিন বছরে যে ২ লক্ষ মহিলা ও কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছিল, তার থেকে এই সংখ্যা অনেকটাই কম।

মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস বিধায়ক বালা বচ্চনের প্রশ্নের উত্তরে জানানো হয় ২০২১ সালে থেকে ২০২৪ সালের এই সময় পর্যন্ত রাজ্যে ৩১,০০০ মহিলা ও কিশোরী নিখোঁজ। তার মধ্যে মাত্র ৭২৪টি অভিযোগ দায়ের হয়েছে। এমনকি গত ৩৪ মাসে প্রায় ৬৭৬টি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে। অথচ সেখানে একটিও অভিযোগ দায়ের হয়নি আশ্চর্যজনকভাবে।

সরকারি পরিসংখ্যানের হিসাব অনুসারে প্রতিদিন এই রাজ্যে ২৮ জন মহিলা ও ৩টি কিশোরী নিখোঁজ হয়। গুরুত্বপূর্ণ শহর ইন্দোরে নিখোঁজের সংখ্যা ২৩৮৪। সেখানে সর্বোচ্চ একমাসে ৪৭৯ জন মহিলা নিখোঁজ হয়েছেন। যার মধ্যে মাত্র ১৫টিতে অভিযোগ দায়ের হয়েছে। সব মিলিয়ে গোটা রাজ্যে তিন বছরে ২৮,৮৫৭ জন মহিলা ও ২,৯৪৪ কিশোরী নিখোঁজ হয়েছেন। এবং এই তিন বছর ধরে তাঁরা কোথায় কীভাবে রয়েছেন, তার কোনও তথ্য সরকার বা প্রশাসনের কাছে নেই।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version