Monday, November 10, 2025

গত কয়েক মাসে ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে বেসরকারি হোম থেকে শিশু থেকে কিশোরীদের নিখোঁজ হওয়ার বহু খবর সম্প্রচারিত হয়েছে। তদন্তকারীরা সেই সব ঘটনার সত্যতা স্বীকার করে নিলেও খুঁজে পাওয়া যায়নি নিখোঁজ হওয়া শিশু বা কিশোরীদের। তবে মধ্যপ্রদেশে এভাবে হারিয়ে যাওয়ার ঘটনা শুধু যে হোমের অনাথ শিশু-কিশোরীদের সঙ্গেই হয় না, তার প্রমাণ মিলল খোদ বিধানসভায়। তথ্য পেশ করা জানানো হল গত তিন বছরে এই রাজ্যে ৩১ হাজার মহিলা ও কিশোরীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে। যদিও তার আগের তিন বছরে যে ২ লক্ষ মহিলা ও কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছিল, তার থেকে এই সংখ্যা অনেকটাই কম।

মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস বিধায়ক বালা বচ্চনের প্রশ্নের উত্তরে জানানো হয় ২০২১ সালে থেকে ২০২৪ সালের এই সময় পর্যন্ত রাজ্যে ৩১,০০০ মহিলা ও কিশোরী নিখোঁজ। তার মধ্যে মাত্র ৭২৪টি অভিযোগ দায়ের হয়েছে। এমনকি গত ৩৪ মাসে প্রায় ৬৭৬টি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে। অথচ সেখানে একটিও অভিযোগ দায়ের হয়নি আশ্চর্যজনকভাবে।

সরকারি পরিসংখ্যানের হিসাব অনুসারে প্রতিদিন এই রাজ্যে ২৮ জন মহিলা ও ৩টি কিশোরী নিখোঁজ হয়। গুরুত্বপূর্ণ শহর ইন্দোরে নিখোঁজের সংখ্যা ২৩৮৪। সেখানে সর্বোচ্চ একমাসে ৪৭৯ জন মহিলা নিখোঁজ হয়েছেন। যার মধ্যে মাত্র ১৫টিতে অভিযোগ দায়ের হয়েছে। সব মিলিয়ে গোটা রাজ্যে তিন বছরে ২৮,৮৫৭ জন মহিলা ও ২,৯৪৪ কিশোরী নিখোঁজ হয়েছেন। এবং এই তিন বছর ধরে তাঁরা কোথায় কীভাবে রয়েছেন, তার কোনও তথ্য সরকার বা প্রশাসনের কাছে নেই।

Related articles

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...
Exit mobile version