Sunday, November 2, 2025

নজরে বিপুল সম্পত্তি! জেলে গিয়ে অর্পিতার ‘গুপ্তধনের’ উৎস জানতে তৎপর আয়কর দফতর

Date:

নিয়োগ মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) এবার জেরা করতে চাইছে আয়কর দফতর (Income Tax)। সূত্রের খবর, নিয়োগ মামলায় জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠকে জেরা করে তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার উৎস কী, কেন বাড়িতে এত টাকা রাখা হয়েছিল? এ সব তথ্য জানতেই এবার তৎপর আয়কর দফতর।

বর্তমানে আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি রয়েছেন অর্পিতা। সেখানে গিয়েই তাঁকে আয়কর দফতরের আধিকারিকরা জেরা করতে পারে বলে মনে করা হচ্ছে।ইতিমধ্যে আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতাকে জেরার জন্য কলকাতার বিশেষ ইডি আদালতে আবেদনও জানিয়েছে আয়কর দফতর। উল্লেখ্য, শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতভর অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর ভোররাতে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এরপরই পার্থর বয়ান শুনে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও।

পাশাপাশি ওই বছরেরই ২৭ জুলাই বেলঘরিয়ার এক আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডি। ইডির দাবি, অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না ও ভিন্‌দেশের মুদ্রাও উদ্ধার হয়েছিল। এরপরই এই সম্পত্তির উৎস কী তা জানতেই এবার অর্পিতাকে জেলে গিয়ে জেরা করতে চাইছেন আয়কর দফতরের আধিকারিকরা।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version