Saturday, May 3, 2025

নজরে বিপুল সম্পত্তি! জেলে গিয়ে অর্পিতার ‘গুপ্তধনের’ উৎস জানতে তৎপর আয়কর দফতর

Date:

নিয়োগ মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) এবার জেরা করতে চাইছে আয়কর দফতর (Income Tax)। সূত্রের খবর, নিয়োগ মামলায় জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠকে জেরা করে তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার উৎস কী, কেন বাড়িতে এত টাকা রাখা হয়েছিল? এ সব তথ্য জানতেই এবার তৎপর আয়কর দফতর।

বর্তমানে আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি রয়েছেন অর্পিতা। সেখানে গিয়েই তাঁকে আয়কর দফতরের আধিকারিকরা জেরা করতে পারে বলে মনে করা হচ্ছে।ইতিমধ্যে আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতাকে জেরার জন্য কলকাতার বিশেষ ইডি আদালতে আবেদনও জানিয়েছে আয়কর দফতর। উল্লেখ্য, শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতভর অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর ভোররাতে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এরপরই পার্থর বয়ান শুনে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও।

পাশাপাশি ওই বছরেরই ২৭ জুলাই বেলঘরিয়ার এক আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডি। ইডির দাবি, অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না ও ভিন্‌দেশের মুদ্রাও উদ্ধার হয়েছিল। এরপরই এই সম্পত্তির উৎস কী তা জানতেই এবার অর্পিতাকে জেলে গিয়ে জেরা করতে চাইছেন আয়কর দফতরের আধিকারিকরা।

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version