Tuesday, August 26, 2025

নজরে বিপুল সম্পত্তি! জেলে গিয়ে অর্পিতার ‘গুপ্তধনের’ উৎস জানতে তৎপর আয়কর দফতর

Date:

নিয়োগ মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) এবার জেরা করতে চাইছে আয়কর দফতর (Income Tax)। সূত্রের খবর, নিয়োগ মামলায় জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠকে জেরা করে তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার উৎস কী, কেন বাড়িতে এত টাকা রাখা হয়েছিল? এ সব তথ্য জানতেই এবার তৎপর আয়কর দফতর।

বর্তমানে আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি রয়েছেন অর্পিতা। সেখানে গিয়েই তাঁকে আয়কর দফতরের আধিকারিকরা জেরা করতে পারে বলে মনে করা হচ্ছে।ইতিমধ্যে আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতাকে জেরার জন্য কলকাতার বিশেষ ইডি আদালতে আবেদনও জানিয়েছে আয়কর দফতর। উল্লেখ্য, শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতভর অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর ভোররাতে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এরপরই পার্থর বয়ান শুনে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও।

পাশাপাশি ওই বছরেরই ২৭ জুলাই বেলঘরিয়ার এক আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডি। ইডির দাবি, অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না ও ভিন্‌দেশের মুদ্রাও উদ্ধার হয়েছিল। এরপরই এই সম্পত্তির উৎস কী তা জানতেই এবার অর্পিতাকে জেলে গিয়ে জেরা করতে চাইছেন আয়কর দফতরের আধিকারিকরা।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version