বিহারে ফের সেতু বিপর্যয়, ১৭ দিনের ভাঙলো ১২ সেতু!

একের পর এক সেতু ভাঙার খবরে শিরোনামে বিহার। এবার সারন জেলায় গণ্ডকী নদীর উপর তৈরি সেতুটি ভেঙে পড়েছে। গত ২৪ ঘণ্টায় এক জেলায় তিনটি সেতু বিপর্যয়ের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। পরিসংখ্যান আরও ভয়ংকর। ১৭ দিনে বিহারে ভেঙেছে ১২টি ব্রিজ! কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় শুরু হয়েছে তদন্ত।

বৃহস্পতিবারের সেতু ভাঙার বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে নদীর ওপর নির্মিত সেতু মাঝ বরাবর ভেঙে গেছে। সারন এবং সিওয়ান জেলার মাঝে সংযোগ রক্ষাকারী এই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জানা গেছে সেতুটি ১৫ বছরের পুরনো। এখনও পর্যন্ত দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। গত ১৮ জুন বিহারে প্রথম সেতু ভাঙার খবর প্রকাশ্যে আসে। আরারিয়া জেলায় সেতু ভাঙার পর ২২ তারিখ সিওয়ানেও একই ভাবে নদীর উপর ভেঙে পড়ে একটি সেতু। সেই শুরু তারপর থেকে চম্পারন, কিসানগঞ্জ, মধুবনী, মুজফ্‌ফরপুরে সেতু ভেঙেছে। এই পরিস্থিতিতে নীতীশ কুমার নির্দেশ দিয়েছেন অবিলম্বে রাজ্যের সমস্ত পুরনো সেতুগুলিতে সমীক্ষা চালাতে হবে। সেইসঙ্গে প্রয়োজনীয় মেরামত করতে হবে।বিহারে এমন সেতু ভাঙার ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছে বলে খবর।

 

 

Previous articleভাতা বাড়ছে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের, এক্স হ্যান্ডেলে জানালেন ব্রাত্য 
Next articleবাজি লড়ে হারিয়ে ফেলা গাড়ি ফেরত পেতে কেনদের হাতে ইউরো ট্রফি চাইছেন ইংল্যান্ডের এক সমর্থক