Wednesday, May 7, 2025

চাপে পড়ে দুই বিধায়কের শপথের দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিলেন রাজ্যপাল!

Date:

চাপের মুখে নতি স্বীকার করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Anand Bose)। তৃণমূলের নব নির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথের দায়িত্ব দিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে (Asish Banerjee)। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) এ প্রসঙ্গে জানিয়েছেন, তিনি রাজভবন থেকে কোনও চিঠি পাননি। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারবেন না। তবে রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা ফিরে বিকেলেই রাজ্যপাল দুই বিধায়কের শপথের দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিয়ে দিয়েছেন। রাজভবনের (Raj Bhawan) তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানেই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

সায়ন্তিকা এবং রেয়াতের শপথ নিয়ে দীর্ঘ সময় ধরে টালবাহানা করছিলেন রাজ্যপাল। বাধ্য হয়ে ধর্নায় বসেন দুই জয়ী বিধায়ক। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্দিষ্ট সময়সীমা চূড়ান্ত করে দেওয়া হয়। তা না হলে তাজ হোটেলে বোসের ‘কীর্তি’র কথা প্রকাশ্যে আনা হবে বলেও জানিয়েছিলেন কুণাল ঘোষ। অধ্যক্ষ স্পষ্ট জানিয়েছিলেন রাজ্যপাল ছাড়া বিধানসভা অসহায় নয়। সেইমতো শুক্রবারের বিশেষ অধিবেশনের কথা জানানো হয়। এই খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজভবনের তরফে ডেপুটি স্পিকারকে শপথ অনুষ্ঠান করানোর দায়িত্ব দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

রাজভবনের এই চিঠি পেয়েই অবশ্য উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, “আমার পক্ষে দায়িত্ব নেওয়া উচিত নয়। কারণ অধ‌্যক্ষ কলকাতায় রয়েছেন। রাজ‌্যপালের কথা শুনে আমি শপথ পড়ালে অধ‌্যক্ষকে অসম্মান করা হবে। এটা কাম‌্য নয়।” যদিও বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এখনও পর্যন্ত যা প্রস্তুতি আছে সেটা মেনেই কালকের অনুষ্ঠান হবে।

 

 

Related articles

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...
Exit mobile version