ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack) বেছে বেছে হিন্দু মহিলাদের সিথির সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা। ঘটনার ১৫ দিনের মাথায় পাল্টা প্রত্যাঘাত ভারতের। পাকিস্তানে ঢুকে বদলা নিল দেশ। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনার (Indian Army) এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর (Operation Sindoor)। পরিকল্পিতভাবে এই নামকরণের নেপথ্যে কোন কারণ?
হিন্দিতে সিন্দুর শব্দের অর্থ সিঁদুর, যা হিন্দু মহিলারা বিয়ের প্রতীক হিসেবে মাথায় পরেন। অপারেশনের নামের মধ্যে দিয়ে স্বামীহারা মহিলাদের ক্ষতির কথা তুলে ধরা হয়েছে। ২৫ জন মহিলার সঙ্গীদের চোখের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) প্রকাশিত ছবিতে ব্লক অক্ষরে ‘OPERATION SINDOOR’ লেখা আছে। সিঁদুরে একটি O হল সিঁদুরের বাটি। এর কিছু অংশ ছড়িয়ে পড়েছে, যা ২৫ জন মহিলার জীবনসঙ্গীকে কেড়ে নেওয়া নির্মমতার প্রতীক। ইন্ডিয়ান আর্মি এক্সে এই ছবির ক্যাপশন দিয়েছে, “ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জয় হিন্দ।”
ভারতীয় নৌবাহিনীর অফিসার লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের মৃতদেহের পাশে বিয়ের চূড়া হাতে থাকা নববিবাহিতার হিমাংশী নরওয়ালের সেই দৃশ্য লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। সকলের একটাই কথা ছিল বিচার চাই। এছাড়া মঞ্জুনাথ রাওয়ের স্ত্রী পল্লবী, আগের দিন শিকারায় একটি ভিডিওতে দেখা গিয়েছিল তাঁরা হাসছেন, তারপরেই তাঁর স্বামী গুলিবিদ্ধ হওয়ার পর অসহায়ভাবে সাহায্য চাইছেন। শৈলেশ কালাথিয়ার স্ত্রী শীতল থেকে শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশণ্য থেকে সন্তোষ জগদলের স্ত্রী প্রগতি জগদল, হামলায় তার সঙ্গীকে হারিয়েছেন এমন প্রতিটি মহিলার কান্না জাতিকে কাঁদিয়েছে। অপারেশন সিন্দুর এই সবকিছুকেই বোঝাচ্ছে। অপারেশন সিন্দুর অভিযানের পর পহেলগাঁওয়ে ২৫ জন মৃতদের স্ত্রী জানিয়েছেন, জঙ্গিরা যেভাবে আমাদের সিঁদুর মুছে দিয়েছে, তার পর এটা উপযুক্ত জবাব।
১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম ভারত ট্রাই-সিরিজের যৌথ অভিযান শুরু করেছে। প্রতিশোধ হিসেবে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী রাত ১.৪৪ মিনিটে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। এই অভিযানে এখনও পর্যন্ত প্রায় ৯০ জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–