ভাতা বাড়ছে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের, এক্স হ্যান্ডেলে জানালেন ব্রাত্য 

চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর। এবার রাজ্য সরকারের (Government of West Bengal) উদ্যোগে এই শিক্ষা কর্মীদের অবসরকালীন অনুদান বাড়ানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর। এককালীন অনুদান বাড়িয়ে করা হল পাঁচ লাখ টাকা। নির্দেশিকায় জানান হয়েছে, এপ্রিল মাসের ১ তারিখ থেকে এই বর্ধিত অনুদান কার্যকর হবে।

বৃহস্পতিবার এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থদফতর। এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয়ের শিক্ষাবিভাগের অধীন সমস্ত চুক্তি ভিত্তিক শিক্ষা কর্মীদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছরের ১ এপ্রিল থেকে তাঁদের অবসরকালের এককালীন ভাতার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হলো। এই সুবিধে প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক এবং এসএসকে, এমএসকে-এর শিক্ষাকর্মীরাও পাবেন। এতদিন এই কর্মীরা অবসরকালে এককালীন ভাতা হিসেবে ২-৩ লক্ষ টাকা পেতেন। সেই টাকার পরিমাণ বৃদ্ধি করে ৫ লাখ টাকা করা হল।

 

 

Previous articleসৌজন্যে দেশ বাঁচাও গণমঞ্চের সঙ্গে আলাপচারিতা মুখ্যমন্ত্রীর
Next articleবিহারে ফের সেতু বিপর্যয়, ১৭ দিনের ভাঙলো ১২ সেতু!