কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Anand Bose) দায়ের করা মানহানি মামলার শুনানি ১০ জুলাই। তবে, বৃহস্পতিবার, শুনানির তালিকায় না থাকলেও রাজ্যপালের তরফে মামলাটি মেনশন করা হয়। তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) তরফ এদিন তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) ক্যাভিয়েট দাখিল করেছেন।
সম্প্রতি নবান্নের একটি সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মমতা। তারই জেরে ওই মানহানির মামলা দায়ের করেন তিনি। পদ্ধতিগত ত্রুটির কারণে বুধবার মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টে। পুনরায় মামলা দাখিল করতে নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও। আগামী বুধবার এই মামলার শুনানি।