অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যার ঘটনা শোনা যায় বিশ্বজুড়ে তাই বলে কাজের চাপে রোবটের আত্মহত্যা দক্ষিণ কোরিয়ার (South Korea) এই ঘটনায় তাজ্জব বিশ্ব। AI নিয়ে যখন বিশ্বজুড়ে মাতামাতি চলছে, তখন এই খবরে নড়েচড়ে বসেছে নেট নাগরিকরা। গুমি শহরের সরকারি কার্যালয়ে কাজ করত এই রোবটটি (Robot)। সম্প্রতি ওই সে সিঁড়ি থেকে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ। অফিসের অন্যান্য কর্মীরা জানিয়েছেন, ঝাঁপ দেওয়ার আগে বারবার গোল হয়ে ঘুরছিল রোবটটি। ভাবটা এমন যে কী করবে তা বুঝতে পারছে না! কেন সে এমন করল- তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

রোবটটিকে দৈনিক ৯ ঘণ্টা টানা কাজ করতে হত। সাধারণ মানব কর্মচারী তুলনায় সেটা অনেকটাই বেশি। কাজের চাপেই রোবটটি আত্মহত্যা করেছে বলে গুজব ছড়িয়ে। গুমি সিটি কাউন্সিল জানিয়েছে, গত সপ্তাহে দুমিটার উঁচু সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরে বিকল হয়ে যায় রোবটটি। সিটি কাউন্সিলের এক আধিকারিক জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ওই রোবটের নির্মাতা ক্যালিফোর্নিয়ার একটি সংস্থা। গত অগাস্ট মাস থেকে সেটি গুমির সরকারি কার্যালয়ে কাজ করছিল। রোবটটি স্থানীয় বাসিন্দাদের দৈনিক নথি সরবরাহ, শহরের প্রচার এবং তথ্য সরবরাহে সহায়তার কাজ করত। সে নিজে নিজে অফিসে ঘুরেও বেড়াত।

তবে রোবটের ‘আত্মহত্যা’ বিষয়টি উড়িয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, যন্ত্রের কোনও অনুভূতি থাকে না। নিজে থেকে ভাবনাচিন্তার করতে পারে না। সম্ভবত সেন্সরে কোনও সমস্যা হয়েছিল বলেই সেটি বিগড়ে যায় এবং দুর্ঘটনা বশতই শুরু থেকে পড়ে যায়। ঠিক কী হয়েছে জানাতে, রোবটের ধ্বংসাবশেষ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে বলে কাউন্সিলের তরফে জানানো হয়েছে।

