আটকে রয়েছে বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ কাজ। শুক্রবার, দুপুর ২টো বিধানসভার (Assembly) বিশেষ অধিবেশন ডাকলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বিধানসভার বিভিন্ন স্থায়ী কমিটির মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা করতেই এই বিশেষ অধিবেশন বলে তিনি জানিয়েছেন। দুপুর দুটোয় অধিবেশন শুরুর আগে বেলা ১২ টায় বিধানসভার কার্যবিবরণী কমিটি বৈঠকে অধিবেশনের কর্মসূচি স্থির করবে। তাহলে কী শুক্রবারই শপথ হবে নবনির্বাচিত ২ তৃণমূল বিধায়কের? এবিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি অধ্যক্ষ (Biman Banerjee)।একমাস হয়ে গিয়েছে, কিন্তু রাজ্যপালের অনড় মনোভাবের কারণে শপথ নিতে পারেননি দুই বিধায়ক। দিনের পর দিন ধর্না দিচ্ছেন দুই জয়ী তৃণমূল (TMC) প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় ও রেয়াত হোসেন সরকার। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে বিমান বন্দ্যোপাধ্যায় বিশেষ অধিবেশন ডাকায় স্বভাবতই প্রশ্ন ওঠে, তাহলে কি ২ বিধায়কের শপথের জন্যেই এই অধিবেশন ডাকা হল? সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার জানান, বিধানসভার বিভিন্ন স্থায়ী কমিটির মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা করতেই এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তবে, একই সঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় একথাও জানান, যে প্রত্যেক অধিবেশনে শপথের বিধি আছে। আজ নয় কাল শপথ হয়ে যাবে। আইন অনুযায়ী সমাধান হবে। অধ্যক্ষের কথায়, বিধানসভা রাজ্যপালকে ছাড়া অসহায় নয়।

গত ৪ জুন জয়ী হয়েছিলেন তৃণমূলের সায়ন্তিকা ও রেয়াত। রাজভবনের টালবাহানায় বিধায়ক পদে শপথ নিতে পারেননি সায়ন্তিকা ও রেয়াত। এর মধ্যেই শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকায় শপথ নিয়ে জল্পনা তৈরি হয়। তবে, বিমান বন্দ্যোপাধ্যায় জানান, অল্প সময়ের মধ্যে অধিবেশন ডাকার কারণেই তিনি সাংবাদিক বৈঠকের মধ্যমে সব মন্ত্রী-বিধায়কদের বিশেষ অধিবেশন সম্পর্কে জানিয়ে দিলেন। সূত্রের খবর, এই বিশেষ অধিবেশনেই বরানগর ও ভগবানগোলার নবনির্বাচিত দুই বিধায়ককে শপথ পাঠ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন স্পিকার।