Sunday, August 24, 2025

বেপাত্তা ভোলে বাবার প্রতি বাড়ছে ক্ষোভ, ‘ঐশ্বরিক’ ক্ষমতা থাকলে লুকিয়ে কেন!

Date:

হাথরাসের ঘটনায় (Hathras Stampede Incident) দুদিন কেটে গেলেও এখনও বেপাত্তা স্বঘোষিত ধর্মগুরু। সত্যিই শক্তি থাকে, হাসপাতালে এসে আহতদের সুস্থ করে তুলুন! ভক্তদের বিশ্বাস এখন বদলে গেছে ক্ষোভে। নারায়ণ সাকার হরি ওরফে ‘ভোলে বাবা’র (Bhole baba) আশ্রম তন্ন তন্ন করে খুঁজেও তাঁর সন্ধান মেলেনি। ঘটনার প্রায় ঊনত্রিশ ঘণ্টা বাদে ভোলে বাবার দাবি, তিনি নাকি নির্দোষ। ‘সৎসঙ্গ’ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই এই পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে তাই এড়িয়েছেন। ক্ষোভ বাড়তে শুরু করেছে ভক্তদের একাংশের মধ্যে। বুধবারেও সেই ক্ষোভের আঁচ দেখা গিয়েছে হাথরসের বেশ কিছু জায়গায়। বৃহস্পতিতেও ছবিটা এতটুকু বদলাইনি।

ধর্ম গুরুর কাছে আশীর্বাদ চাইতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হবে সেটা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি ভক্তরা। কেউ পুরো পরিবারকে হারিয়েছেন, কেউ এক নিমেষে অনাথ হয়ে গেছেন। কিন্তু যিনি রক্ষা করবেন বলে কথা দিয়েছিলেন সেই ভোলে বাবা কোথায়? কেউ সন্তানহারা, কেউ লাশের ভিড়ে খুঁজে বেড়াচ্ছেন স্বজনকে। এই ছবিটা যত স্পষ্ট হচ্ছে ততই টাল খাচ্ছে ভোলেবাবার ভক্তদের বিশ্বাস, তীব্র হচ্ছে ক্ষোভ। ভক্তদের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, যাঁর প্রতি এত আস্থা, বিশ্বাস, ভরসা তাঁদের, এ রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি কেন সাহায্যের জন্য এগিয়ে আসছেন না? তাঁদের কথায় ‘যদি বাবার সত্যিই শক্তি থাকে, তা হলে আমাদের এসে বাঁচান, সুস্থ করে তুলুন!” মঙ্গলবার হাথরাসে পদপিষ্টের (Hathras Stampede Incident) ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২১। আশ্রমে তল্লাশি চালিয়ে ১২ জনকে আটক করা হলেও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর মিলেছে।

 

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version