Tuesday, August 26, 2025

দলবদলে ফের চমক বাগানের, এবার মোহনবাগানে আলবার্তো রডরিগেজ

Date:

দলবদলে একের পর এক চমক মোহনবাগান সুপার জায়ান্টের। রক্ষন মজবুত করতে এবার মোহনবাগানে সই করলেন স্প্যানিশ তারকা ফুটবলার আলবার্তো রডরিগেজ। দুই বছরের চুক্তিতে সবুজ-মেরুণ জার্সিতে সই করলেন আলবার্তো। এদিন এমনাটাই জানান হয় বাগানের পক্ষ থেকে। ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব পার্সিব ব্যানডুং-এ খেলতেন তিনি। আলবার্তোর রক্ষণে যেমন ভালো তেমনই তিনি ভালো পাস বাড়াতেও পারেন। তাই বলাই যায় আলবার্তোর যোগ দেওয়াতে শক্তি বাড়ালো মোহনবাগান। রডরিগেজ সই করায় উচ্ছ্বসিত বাগানের নতুন কোচ জোসে মোলিনা।

আলবার্তোকে নিয়ে মোলিনা বলেন “আলবার্তো এমন একজন সেন্টার ব্যাক যে নিজের শক্তি এবং আগ্রাসী মনোভাব নিয়ে রক্ষণ সামাল দিতে পারে। ওর বড় গুণ রক্ষণের পাশাপাশি খুব সফল ভাবে আক্রমণ তৈরি করতে পারে। আলবার্তোর দুটি পা সমানভাবে কার্যকর। গত মরশুমে ইন্দোনেশিয়ার শীর্ষ লিগে নিজের ক্লাবকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে ওর অন্যতম প্রধান ভূমিকা ছিল। আমি খুশি যে ও মোহনবাগান সুপার জায়ান্টের প্রস্তাবে শুরুতেই সাড়া দিয়েছেন এবং সেরা ক্লাবে খেলার সিদ্ধান্ত নিয়েছে।“

এদিকে মোহনবাগানে সই করে আলবার্তো বলেন, “বেশ কয়েক বছর ধরে আমি আইএসএলের খেলাগুলির দিকে নজর রাখছিলাম। গত মরশুমে মোহনবাগান আইএসএলে যে আধিপত্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেটাও দেখেছি। তবে মোহনবাগানে আমার সই করার অন্যতম কারণ তাদের বিশাল আবেগপ্রবণ সদস্য সমর্থকেরা। এমনিতেই মাঠ ভর্তি সমর্থকের সামনে খেলার সুযোগ পেলে আমার সেরা খেলাটা সব সময়ই বেরিয়ে আসে। এবং ভারতে এ ব্যাপারে মোহনবাগানের কোনও বিকল্প নেই। আবেগে এবং সমর্থনের ব্যাপারে সবুজ-মেরুণ সমর্থকরাই সেরা। আমার প্রধান লক্ষ্য চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের ধরে রাখা এবং যে প্রতিযোগিতাগুলো আমরা খেলব সেই ট্রফিগুলি জেতা। জয় মোহনবাগান।“

আরও পড়ুন- আজ রাতে ইউরোতে মেগা ম্যাচ, মুখোমুখি রোনাল্ডো-এমবাপে


Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version