Friday, November 14, 2025

ভাইরাল ওষুধ গ্রহণের বিকল্প পদ্ধতির কথা সমাজমাধ্যমে জানিয়ে বিপাকে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। নায়িকা তাঁর ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে নেবুলাইজারের সাহায্যে ভাইরাল ওষুধ গ্রহণ করছেন তিনি। ক্যাপশনে তিনি লেখেন,’একটি সাধারণ ভাইরালের জন্য ওষুধ গ্রহণ করার আগে, একটি বিকল্প পদ্ধতির চেষ্টা করার কথা বিবেচনা করুন। একটি বিকল্প হল হাইড্রোজেন পারক্সাইড এবং পরিশুদ্ধ জলের মিশ্রণ দিয়ে নেবুলাইজ করা, যা ম্যাজিকের মতো কাজ করে। খুব প্রয়োজন না থাকলে ওরাল মেডিসিন এড়িয়ে চলুন।’ এরপরই সমাজমাধ্যমে জোর আলোচনা শুরু হয়। নায়িকা যা বলছেন তা কতটা ঠিক সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর মধ্যেই মুম্বইয়ের ওকহার্ট হাসপাতালের (Wockhardt Hospitals)ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের চিকিৎসক ঋতুজা উগালমুগলে দাবি করেন যে অভিনেত্রী ভুল তথ্য দিচ্ছেন। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন যে হাইড্রোজেন পারক্সাইড এবং ডিস্টিল্ড বা পরিশুদ্ধ জলের নেবুলাইজেশন উভয়ই শরীরে ঝুঁকি নিয়ে আসে। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় নিজেকে চিকিৎসক বলে দাবি করে একজন লেখেন, যে সামান্থাকে বিকল্প থেরাপি এবং চিকিত্সা নিয়ে আলোচনা করার জন্য এবং তাঁর পোস্টের জন্য জরিমানা বা জেল হওয়া উচিত।এরপরই পাল্টা জবাব দেন নায়িকা।

সামান্থা স্পষ্ট জানান যে নির্দিষ্ট কোনও চিকিৎসাকে প্রচার করার জন্য তিনি এই পোস্ট করেননি। শুধুমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন মাত্র। কিন্তু তাঁর মতো তারকা কি চাইলেই নিজের ইচ্ছেমতো পোস্ট দিতে পারেন? মানে সামাজিক দিক থেকে তাঁর একটা দায়বদ্ধতা থাকবে না? এর প্রত্যুত্তরে সামান্থা জানান, গত কয়েক বছর ধরে তাঁকে বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়েছে। উচ্চ যোগ্য পেশাদারদের পরামর্শ অনুযায়ী এবং যথেষ্ট গবেষণা করার পরই সাধারণ মানুষের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তিনি বলছেন যে চিকিৎসার কথা তিনি জানিয়েছেন তার সম্পর্কে এক উচ্চ প্রশিক্ষিত যোগ্য ডাক্তারের কাছে জেনেছেন। সেই বিশেষজ্ঞ গত ২৫ বছর ধরে ডিআরডিওতে সেবা করেছেন। তিনি, প্রচলিত ওষুধের উপর তাঁর সমস্ত পরীক্ষানিরীক্ষার পরে এই বিকল্প থেরাপির পক্ষে পরামর্শ দিয়েছেন বলেই দাবি নায়িকার।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version