Thursday, August 21, 2025

আজ থেকে শুরু ইউরোর কোয়ার্টার ফাইনাল। রাত সাড়ে নটায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি স্পেন বনাম জার্মানি। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। বছর চারেক কেটে গিয়েছে। কিন্তু লজ্জার সেই ইতিহাস দগদগে ঘায়ের মতোই থেকে গিয়েছে জার্মান ফুটবলে! ২০২০ সালের নেশনস লিগে স্পেনের কাছে ০-৬ গোলে বিধ্বস্ত হয়েছিল জার্মানি। দু’বছর পর কাতার বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হয়েও সেই হারের বদলা নিতে পারেননি জার্মানরা। ম্যাচটা ১-১ ড্র হয়েছিল। আরও দুটো বছর কেটে গিয়েছে। এবার ফের মুখোমুখি দুই দেশ। শুক্রবার ইউরোর কোয়ার্টার ফাইনালকে বিশেষজ্ঞরা অলিখিত ফাইনাল হিসাবে চিহ্নিত করছেন।

টুর্নামেন্টে এখনও পর্যন্ত অসাধারণ ফুটবল খেলেছে স্পেন। চার ম্যাচে গোল করেছে ন’টি। তার থেকেও বড় তথ্য, প্রতিটি ম্যাচেই বল পজিশনে প্রতিপক্ষকে টেক্কা দিয়েছেন স্প্যানিশরা। অসাধারণ ফর্মে দুই তরুণ তুর্কি নিকো উইলিয়ামস এবং লামিনে ইয়ামাল। অন্যদিকে, জার্মানির তুরুপের তাস অভিজ্ঞ টনি ক্রুস। অবসর ভেঙে জাতীয় দলে ফিরে ইউরোতে দারুণ খেলছেন তিনি। আরেক জার্মান তারকা লেরয় সানে তো সাফ জানাচ্ছেন, স্পেনের বিরুদ্ধে জার্মানির হার-জিত অনেকটাই নির্ভর করছে মাঝমাঠের দখল ক্রুস নিজের হাতে তুলে নিতে পারেন কিনা, তার উপর।

জার্মানির কোচ জুলিয়ান লাগেসম্যানও বলছেন, ‘‘ক্রুসের অবসরের পর আমাদের মাঝমাঠে একটা শূন্যতা তৈরি হয়েছিল। কিন্তু ও ফিরে আসাতে সেই সমস্যা কেটে গিয়েছে।’’ ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান দলের অন্যতম নায়ক ক্রুস আবার স্বপ্ন দেখছেন, ইউরো জিতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর। তিনি বলছেন, ‘‘মনে হয় না, দেশের জার্সিতে শুক্রবারের ম্যাচটা আমার শেষ ম্যাচ হতে চলেছে। একটা স্বপ্ন নিয়ে অবসর ভেঙে ফিরেছি। সেটা হল ইউরো কাপ জেতা। স্বপ্নপূরণ করে মাথা উঁচু করে বিদায় নিতে চাই।’’

আরও পড়ুন- কোপার সেমিফাইনালে আর্জেন্তিনা, কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইকুয়েডরকে হারাল ৪-২ গোলে


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version