Tuesday, November 4, 2025

কোপার সেমিফাইনালে আর্জেন্তিনা, কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইকুয়েডরকে হারাল ৪-২ গোলে

Date:

কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্তিনা। এদিন
কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইকুয়েডরকে হারাল ৪-২ গোলে। টাইব্রেকার মিস লিওনেল মেসির। দু’দুটো টাইব্রেকার বাঁচিয়ে ম্যাচের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ।

চোটের কারণে কোপার গ্রুপ পর্বের শেষ ম্যাচ পেরুর বিরুদ্ধে খেলেননি মেসি। তবে এদিন কোয়ার্টার ফাইনালে অবশ্য শুরু থেকেই ছিলেন এলএমটেন। তবে এদিন জেন চোখের আড়ালেই থাকলেন মেসি। মাঠে বেশ নিষ্প্রভই দেখিয়েছে তাঁকে। যদিও নীল-সাদার দল যে গোল পায়, তা তাঁর কর্নার কিক থেকেই। ম্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্তিনা। পিছিয়ে থাকে না ইকুয়েডর। তবে এরই মধ্যে ১-০ গোলে এগিয়ে যায় মেসির দল। ম্যাচের ৩৫ মিনিটে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন লিজ্যান্দ্র মার্টিনেজ। মেসির কর্নারে ম্যাক অ্যালিস্টরের শট থেকে গোল করেন তিনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে লিওর দল।

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াইও। এরই মধ্যে ম্যাচের ৬০ মিনিটে ইকুয়েডরের কর্নার বক্সে রদ্রিগো দে পলের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। তবে পোস্টে মেরে বসেন এনার ভ্যালেন্সিয়া। সমতায় ফেরার সুযোগ হারায় ইকুয়েডর। তবে তারা যেন গোল করতে মরিয়া হয়ে ওঠেন। যার ফলে ম্যাচের অতিরিক্ত সময়ে সমতা ফেরায় ইকুয়েডর। ইকুয়েডরের হয়ে গোল করেন কেভিন রদ্রিগেজ। যার ফলে ম্যাচ গোড়ায় টাইব্রেকারে। কোপার নিয়ম মেনে সরাসরি হয় টাইব্রেকার। আর সেখানে মেসির প্রথম শটই ক্রসবারে লেগে প্রতিহত হয়। তবে পরপর ২ গোল বাঁচিয়ে আর্জেন্তিনাকে বাঁচিয়ে দেন দিবু। শেষমেশ ৪-২ গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে চলে যায় মেসি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version