ঘোষণা হল NEET-PG পরীক্ষার দিন, দুই ধাপে হবে প্রবেশিকা

বাতিল হওয়ার প্রায় ১৫দিন পরে ডাক্তারির স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা করল ন্যাশানাল বোর্ড অফ এক্সামিনেশ এই মেডিক্যাল সায়েন্সেস। প্রায় দুমাস পিছিয়ে হতে চলেছে এই পরীক্ষা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশে প্রশ্নফাঁসের অভিযোগে বন্ধ করা হয়েছিল ডাক্তারির এই গুরুত্বপূর্ণ পরীক্ষা।

২৩ জুন NEET-PG পরীক্ষার নির্ধারিত দিনের ঠিক আগের রাতে এই পরীক্ষা বাতিল করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। যদিও এই পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা এনবিইএমএস-এর দাবি ছিল গত সাত বছর তাঁরা এই পরীক্ষা সংগঠিত করলেও কোনও ধরনের অনিয়ম হয়নি। তারপরেও নিজেদের পিঠ বাঁচাতে ও এনটিএ-কে নির্দোষ প্রমাণ করতে রাতারাতি পরীক্ষা বাতিল করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

এরপরে ২ জুলাই জানানো হয় খুব শীঘ্র natboard.edu.in ওয়েবসাইটে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। সেই সঙ্গে জানানো হয় পরীক্ষা শুরুর ঠিক দু- ঘণ্টা আগে প্রশ্ন পত্র তৈরি করা হবে। যাবতীয় বেনিয়মের অভিযোগ এড়াতে তৎপর হয় শিক্ষা মন্ত্রক। সেই মতো এবার NEET-PG পরীক্ষা ১১ আগস্ট হওয়ার ঘোষণা করা হয় এনবিইএমএস-এর তরফে। ওই দিন দুই শিফটে পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। শিফটের বিস্তারিত natboard.edu.in ওয়েবসাইটে জানার জন্য পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।

Previous articleনীরজ চোপড়ার মায়ের হাতের রান্না খেতে চাইলেন মোদি!
Next articleদীর্ঘ টালবাহানার পরে বিধানসভাতেই শপথ রেয়াত-সায়ন্তিকার, পাঠ করালেন স্পিকার