Friday, January 9, 2026

বৌমার সঙ্গে ‘সম্পর্কের টানাপোড়েন’! কুপিয়ে খুন করে গ্রেফতার শ্বশুর

Date:

Share post:

সম্পর্ক কোনওদিনই ভালো ছিল না শ্বশুর-বৌমার। তার জেরে ১০ বছরের নাতনির সামনেই তার মাকে কুপিয়ে খুন করল সত্তরোর্ধ্ব হেমাংশু মিত্র। পরে পুলিশ গ্রেফতার করে হেমাংশুকে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করবে ঠিক কী কারণে এরকম নৃশংস কাজ করলেন সাধারণ পরিবারের এক প্রৌঢ়।

কতটা পাশবিক প্রবৃত্তি মানুষের মধ্যে ঢুকলে নিজের ছেলের স্ত্রীকে কুপিয়ে খুন করতেও হাত কাঁপে না শ্বশুরমশাইয়ের। ভদ্রেশ্বর পাল পাড়ার হেমাংশু মিত্র বাড়ির একটি ঘরে বৌমা মিঠু মিত্র ও তার মেয়ে একসঙ্গে ঘুমাচ্ছিলেন। ছেলে নীলাংশু বাজার করতে গিয়েছিলেন। সেই সময় বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দিয়ে বৌমার গলায় কাটারি দিয়ে একাধিক বার কোপ দেয় প্রৌঢ়। চিৎকার চেঁচামেচিতে পাশে ঘুমিয়ে থাকা দশ বছরের নাতনি উঠে যায়। এই দৃশ্য দেখে চিৎকার করতে থাকে সে। কিন্তু প্রৌঢ় তখন দিগ্বিদিক জ্ঞানশূন্য।

চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশিরা ছুটে এলে তাদেরও কোপানোর ভয় দেখান হেমাংশু। এরপর কোনওক্রমে তাঁরা ঘরে প্রবেশ করেন। মিঠুকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় মিঠুর স্বামী নীলাংশুকে ও ভদ্রেশ্বর থানায়। পরে পুলিশ হেমাংশুকে গ্রেফতার করতে গেলে প্রতিবেশীরা প্রাথমিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেন।

কী কারণে এমন নৃশংস কাজ করলেন হেমাংশু তার উত্তর খুঁজছে পুলিশ। রেলে কর্মরত নীলাংশুর সঙ্গে তাঁর বাবার সম্পর্কও খারাপ ছিল না। তবে বৌমা মিঠুর সঙ্গে প্রায়শই ঝামেলা গত হেমাংশুর। বৌমাকে তিনি মানসিক নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে চন্দননগর হাসপাতাল থেকে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে দেওয়া হয়।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...