Thursday, December 4, 2025

অসমে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! ব্রহ্মপুত্রের জলে বিপর্যস্ত কাজিরাঙা, প্রাণভয়ে পালাচ্ছে পশুরাও

Date:

Share post:

খারাপ সময় যেন পিছু ছাড়ছে না অসমের (Assam)। লাগাতার বৃষ্টির (Rain) জেরে সেখানে ইতিমধ্যে বন্যা (Flood) পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বিপদ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বানভাসি হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ২৪ লক্ষ মানুষ। পাশাপাশি বন্যা পরিস্থিতির জেরে শোচনীয় হাল কাজিরাঙা জাতীয় উদ্যানের (Kaziranga National Forest)। সূত্রের খবর, জাতীয় উদ্যানের কমপক্ষে ৭০ শতাংশ জমি জলের তলায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আতঙ্কে উদ্যান ছেড়ে পালাচ্ছে পশুরাও (Animals)। ফলে সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি অসমে।

তবে সরকারি হিসাব রীতিমতো ভয় ধরাচ্ছে। চলতি মরসুমে কাজিরাঙায় গন্ডার, হরিণ–সহ ৭৭ পশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে অন্তত ৬২টি হরিণ বলে সূত্রের খবর। ইতিমধ্যে অসমের ৩৫টি জেলার মধ্যে ৩০টি জেলায় বন্যা পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে। ব্রহ্মপুত্র–সহ একাধিক বড় নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। যার জেরে নষ্ট হয়েছে অনেক ফসল। অসমের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ধুবড়ি, ডারাং, কছাড়, বরপেটা এবং মরিগাঁও। এখনও পর্যন্ত সেসব জায়গা থেকে কমপক্ষে ৪৭ হাজার মানুষকে স্থানান্তরিত করে ত্রাণশিবিরে পাঠানো হয়েছে বলে খবর। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর। তবে এখনও ঘরছাড়া হাজার হাজার মানুষ।

 

তবে শহরাঞ্চলগুলির হালও তথৈবচ। বিগত ৯ দিন রাজ্যের শহরাঞ্চলগুলি জলের তলায় রয়েছে বলে জানা যাচ্ছে। যার জেরে আরও চিন্তা বাড়ছে মানুষের। বাইরে বেরনো তো দূর, ঘরে থাকাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে শুক্রবার অসমের বন্যা পরিস্থিতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা খতিয়ে দেখলেও পাকাপাকিভাবে এর হাত থেকে মুক্তির উপায় কী তা এখনও জানা যায়নি। পাশাপাশি বৃষ্টি কবে কমবে, কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিন্তু বন্যা পরিস্থিতির জেরে সাধারণ মানুষের পাশাপাশি পশুদের জীবন নিয়েও চরম সংশয় দেখা দিচ্ছে।

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...