Wednesday, November 5, 2025

দ্বিপাক্ষিক সম্পর্কে জোর! ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে ফোন করে ভারতে আসার আমন্ত্রণ মোদির

Date:

দীর্ঘ ১৪ বছর পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে লেবার পার্টি (Labour Party)। ঋষি সুনক (Rishi Sunak) সরকারের দীর্ঘ ১৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে নয়া প্রধানমন্ত্রী (Prime Minister) পদে বসতে চলেছেন কিয়ের স্টার্মার (Keir Starmer)। শুক্রবার ফলাফল ঘোষণার পরই ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে ফোনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, এদিন ফোনে স্টার্মারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের (Bilateral Relationship) উন্নতির বিষয়ে জোর দিয়েছেন দু’দেশের রাষ্ট্রপ্রধান। এছাড়া লেবার পার্টির প্রধানকে ভারতে আসার আমন্ত্রণও মোদি জানিয়েছেন বলে খবর।

শুক্রবারই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডেলে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতি থেকেই জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন। চলতি নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্যের জন্য মোদি অভিনন্দন জানান তাঁকে। এছাড়াও দুই নেতার মধ্যে দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিষয়েও কথা হয়েছে বলে খবর। দুই নেতাই ভারত-ব্রিটেনের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর এবং এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সহমত হয়েছেন বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি এদিন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনককেও শুভেচ্ছা জানিয়েছেন মোদি।

১৯৮৫ সালের পর এই প্রথমবার জুলাই মাসে ভোট হয়েছে ব্রিটেনে। এবারের নির্বাচনে মোট ৪,৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার সকালে সেখানে শুরু হয় ভোটগ্রহণ। চলে রাত ১০ টা পর্যন্ত। তারপর থেকেই শুরু হয়ে যায় গণনা। শুক্রবার সকাল থেকেই ভোটের ফল সামনে আসতে শুরু করে। শেষপর্যন্ত কনজারভেটিভ পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে জয়ী হয় লেবার পার্টি। চলতি বছর সরকারে পালা বদল নিয়ে আগে থেকেই বুথফেরত সমীক্ষার ফল এসে গিয়েছি। সময় যতই এগিয়েছে ততই মিলে গিয়েছে সমীক্ষার ফলাফল।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version