Sunday, May 4, 2025

দু’গোলে এগিয়ে থেকেও কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেল মোহনবাগান সূপার জায়ান্ট। এদিন লিগের ম্যাচে ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে ২-২ গোলে রেনবোর কাছে আটকে গেল মোহনবাগান। প্রথমার্ধে চার গোল হয়ে গিয়েছিল। অভিজ্ঞ শিল্টন পালের ভুলে দুই ক্ষেত্রেই এগিয়ে গিয়েছিল মোহনবাগান। দুই গোলই করেন সুহেল ভাট। তবে বিরতির আগে পাঁচ মিনিটে ব্যবধানে ম্যাচে ফেরে রেনবো। প্রথমার্ধের ভুল শুধরে দ্বিতীয়ার্ধে দারুণ খেলেন শিল্টন। তাঁর সঙ্গে কিংশুক দেবনাথ দারুণ ডিফেন্স করে রেনবোর নিশ্চিত পতন রোধ করেন।

ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের দখল নিতে শুরু করেন মোহনবাগানের সায়ন দাস এবং সুহেইল ভাটরা। একের পর এক আক্রমণ উঠে আসে মোহনবাগানের। গোলটাও পেতে খুব দেরি হয়নি সবুজ-মেরুনের। খেলার ১৪ মিনিটে, এগিয়ে যায় তারা। সুহেলের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় মোহনবাগান। ম্যাচের ২৬ মিনিটে ফের গোল। এবারও সেই সুহেল ভাট। তাঁর জোড়া গোলের সুবাদেই, ম্যাচে ২-০ গোলে লিড নেয় মোহনবাগান শিবির। কিন্তু তাল কাটে ফার্স্ট হাফের শেষ দশ মিনিটে।লাগাতার পাল্টা আক্রমণে উঠে আসতে থাকে রেনবো ফুটবল দল। ঝড়ের গতিতে আক্রমণের সুবাদেই খেলার ৪৪ মিনিটে, প্রথম গোল পায় তারা। সৌরভ দাশগুপ্তর গোলে ব্যবধান কমায় রেনবো। সৌরভের দুর্দান্ত ফ্রিকিক থেকে এই গোল পায় তারা। তবে সেখানেই শেষ নয়। ফার্স্ট হাফের অতিরিক্ত সময়ে ফের গোল পায় রেনবো। রাজন বর্মণের পেনাল্টি থেকে করা গোলে ম্যাচে সমতা ফেরায় নিউব্যারাকপুরের দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। রেনবোর গোলরক্ষক শিল্টন পাল নজর কাড়েন। প্রথমার্ধে যে দুর্বলতা দেখা গিয়েছিল শিল্টনের খেলায়, দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফেরেন তিনি। এরপর পালটা আক্রমণে গেলেও গোল করতে পারেনি মোহনবাগান।

আরও পড়ুন- সূর্যের ক্যাচ নিয়ে প্রশ্ন অজি সংবাদপত্রের, এক হাত গাভাস্করের


Related articles

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...
Exit mobile version