Saturday, August 23, 2025

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিং ১০ জুলাই থেকে শুরু করার পরিকল্পনা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড-এর। গোটাটাই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে হবে। সেই সঙ্গে দুই ধাপে বেরোবে তার ফল। কাউন্সিলিং শুরুর আগে তিনদিনের প্রস্তুতি মেলার আয়োজন করা হল অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন-এর উদ্যোগে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়, ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়। সেই সঙ্গে ছিলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড-এর সভাপতি সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ও আপাই-এর সাধারণ সম্পাদক সত্যম রায়চৌধুরি প্রমুখ।

জয়েন্ট বোর্ডের সভাপতি জানিয়েছেন, রাজ্যে ১০টি সরকার-পোষিত বিশ্ববিদ্যালয়, ৯টি রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫৬টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ মোট ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে আসনসংখ্যা রয়েছে ৩৫ হাজার। ১৯ জুলাই প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে। এরপর ২৬ জুলাই বেরোবে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট। বোর্ডের ওয়েবসাইটে সোমবার থেকে যাবতীয় তথ্য দেওয়া হবে। কলেজগুলির আসন সংখ্যা থেকে বিষয় সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে সেখানে।

কাউন্সিলিং শুরু আগে আপাই-এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী ভাসনে সংগঠনের সাধারণ সম্পাদক সত্যম রায়চৌধুরি তুলে ধরেন কীভাবে এই মেলায় এক ছাদের তলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, এই শাখার বিশেষজ্ঞ ও পেশাজীবীদের এনে ছাত্র ছাত্রীদের অনলাইন কাউন্সিলিংয়ের আগে জানার সুবিধা করে দেওয়া হচ্ছে। এই মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভর্তির বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারেন পড়ুয়ারা।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিনের অনুষ্ঠানে কৃতিদের সংবর্ধনা দিয়ে জানান, বাংলা তথা ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরার মূল কারিগর হলেন সফল পড়ুয়ারা। ইঞ্জিনিয়ারিং কিংবা অন্য কোনও শাখায় স্নাতক স্তরে ভর্তি হওয়ার সময় সমসাময়িক বিষয় বেছে নেওয়া বিশেষ ভাবে প্রয়োজন। এতে পরবর্তীতে পেশাগত ভাবে উপযুক্ত কাজ করার সুযোগ পাওয়া যায়।

Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...
Exit mobile version