Friday, November 7, 2025

শিলিগুড়ি থেকে মাত্র ১৫ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে দুই শৈলশহরে (Hill Station)! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি, আর এই কাজ করে দেখিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দার্জিলিং, কালিম্পং, রায়গঞ্জে হেলিপোর্ট (Heliport ) বানাচ্ছে রাজ্য (Government of West Bengal)। এই প্রথম বাংলায় হেলি বন্দর তৈরি হতে চলেছে।

বিমানে যাতায়াতের পাশাপাশি দার্জিলিং (Darjeeling) কিংবা কালিম্পং পৌঁছতে এবার হেলিকপ্টারে চড়ার সুযোগ মিলবে। বিদেশে কম দূরত্বের গন্তব্যে নিয়মিত হেলিকপ্টার পরিষেবা দিতে হেলিপোর্ট রয়েছে। দেশেও বেশ কয়েকটি হেলিবন্দর থাকলেও বাংলায় প্রথম এই উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের পর্যটন দফতর (State tourism department) সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরের ধাঁচে একটি হেলিপ্যাডের সঙ্গে একটি ছোট টার্মিনাল বিল্ডিং বা ওয়েটিং লাউঞ্জ রাখা হবে। সঙ্গে থাকবে নিরাপত্তা, যাত্রীদের মালপত্র এক্স-রে করার ব্যবস্থা। জরুরি অবস্থার কথা মাথায় রেখে দমকল বাহিনীও থাকবে। দার্জিলিং ও রায়গঞ্জে হেলিপোর্টের জমি অধিগ্রহণ করে তুলে দেওয়া হয়েছে পবন হংসের কাছে। কালিম্পংয়ে জমি খোঁজার কাজ চলছে। দ্রুত ওই তিন হেলিপোর্ট নিয়ে ডিটেলস প্রজেক্ট রিপোর্ট (DPR) জমা দেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর।

এমনিতেই প্রচুর বিদেশি পর্যটক নিয়মিত ভাবে দার্জিলিং-কালিম্পংয়ে যান। ফলে তাঁদের জন্য এই পরিষেবা বেশ কার্যকরী হবে বলেই মনে করা হচ্ছে। বাগডোগরা পৌঁছে হেলিকপ্টারে করে মাত্র পনেরো মিনিটের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। যদিও এর জন্য কত টাকা ভাড়া গুনতে হবে তা এখনও জানানো হয়নি।

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version