Monday, August 25, 2025

‘ঐতিহাসিক পদক্ষেপ’ না কর্মসংস্থান? ২৩ জুলাই বাজেটে কাকে অগ্রাধিকার কেন্দ্রের

Date:

Share post:

একদিকে পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ। অন্যদিকে চমক। কেন্দ্রের মোদি সরকারের বাজেটে এবার কোনটি বেশি জায়গা পাবে, সামনে আসবে ২৩ জুলাই। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ঘোষণা করলেন ওই দিনই কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারমন। রাজ্যের বেশ কিছু প্রকল্প অনুকরণ করে সেখানে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একক সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে সরকার গঠনের পরে কেন্দ্রের বিজেপি সরকার সেই সব প্রতিশ্রুতি রাখবে কিনা সেটাই প্রমাণিত হবে এই বাজেটে।

লোকসভার অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাসনে দ্রৌপদী মুর্মু জানিয়েছিলেন নতুন বাজেট ঐতিহাসিক পদক্ষেপ তুলে ধরবে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপ এই বাজেটের ইউএসপি বলে দাবি করেছিলেন দেশের রাষ্ট্রপতি। যদিও যতবার ইতিহাসের দাবি করেছে বিজেপি শাসিত সরকার, ততবারই ইতিহাসের বিকৃতি দেশের সম্মানকে কালিমালিপ্ত করেছে। তবে ঐতিহাসিক পদক্ষেপের দিকে গুরুত্ব দিতে গিয়ে কী উন্নয়নের আশার আলো দেখতে পাবে না দেশের মানুষ, প্রশ্ন সাধারণ মানুষের।

প্রতিবার বাজেট পেশের আগে সমানভাবে গুরুত্ব পায় আয়কর ছাড়ের বিষয়টি। তবে এবার অনেক বেশি নজর থাকবে কর্মসংস্থানের দিকে। লোকসভা নির্বাচনে বিরোধীরা দেশের বেকারত্ব নিয়ে বিজেপিকে বিদ্ধ করেছে। যুব সম্প্রদায়ের হাতে কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কংগ্রেসের ইস্তাহারে। সেই প্রতিশ্রুতিকে কীভাবে পাল্লা দেয় নির্মলা সীতারমনের বাজেট, সেটাও নজরে থাকবে ২৩ জুলাই। সেই সঙ্গে দেশের নারী, যুব ও মধ্যবিত্তদের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি অন্তর্বর্তী বাজেটে রেখেছিলেন সীতারমন। সেই প্রতিশ্রুতি কতটা রাখা হচ্ছে তা নিয়েও ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে দেশের মানুষ। কৃষকদের জন্য যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী বাজেটে সীতারমন রেখেছিলেন, তা থেকে কেন্দ্রের বিজেপি সরকার অনেকটাই বিচ্যুত। তাই বাকি প্রতিশ্রুতি আদৌ পূরণ করতে পারবেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তারই অপেক্ষা ২৩ জুলাই।

কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ঘোষণা করেন ২৩ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ হবে। তার আগের দিন থেকেই বাজেট অধিবেশন শুরু হবে সংসদের দুই কক্ষে। এই বাজেট অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত। রাষ্ট্রপতির অনুমতিক্রমে দুই সদনের সদস্যদের উপস্থিতি অনুরোধ করা হয়েছে।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...