Tuesday, August 26, 2025

‘ঐতিহাসিক পদক্ষেপ’ না কর্মসংস্থান? ২৩ জুলাই বাজেটে কাকে অগ্রাধিকার কেন্দ্রের

Date:

একদিকে পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ। অন্যদিকে চমক। কেন্দ্রের মোদি সরকারের বাজেটে এবার কোনটি বেশি জায়গা পাবে, সামনে আসবে ২৩ জুলাই। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ঘোষণা করলেন ওই দিনই কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারমন। রাজ্যের বেশ কিছু প্রকল্প অনুকরণ করে সেখানে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একক সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে সরকার গঠনের পরে কেন্দ্রের বিজেপি সরকার সেই সব প্রতিশ্রুতি রাখবে কিনা সেটাই প্রমাণিত হবে এই বাজেটে।

লোকসভার অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাসনে দ্রৌপদী মুর্মু জানিয়েছিলেন নতুন বাজেট ঐতিহাসিক পদক্ষেপ তুলে ধরবে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপ এই বাজেটের ইউএসপি বলে দাবি করেছিলেন দেশের রাষ্ট্রপতি। যদিও যতবার ইতিহাসের দাবি করেছে বিজেপি শাসিত সরকার, ততবারই ইতিহাসের বিকৃতি দেশের সম্মানকে কালিমালিপ্ত করেছে। তবে ঐতিহাসিক পদক্ষেপের দিকে গুরুত্ব দিতে গিয়ে কী উন্নয়নের আশার আলো দেখতে পাবে না দেশের মানুষ, প্রশ্ন সাধারণ মানুষের।

প্রতিবার বাজেট পেশের আগে সমানভাবে গুরুত্ব পায় আয়কর ছাড়ের বিষয়টি। তবে এবার অনেক বেশি নজর থাকবে কর্মসংস্থানের দিকে। লোকসভা নির্বাচনে বিরোধীরা দেশের বেকারত্ব নিয়ে বিজেপিকে বিদ্ধ করেছে। যুব সম্প্রদায়ের হাতে কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কংগ্রেসের ইস্তাহারে। সেই প্রতিশ্রুতিকে কীভাবে পাল্লা দেয় নির্মলা সীতারমনের বাজেট, সেটাও নজরে থাকবে ২৩ জুলাই। সেই সঙ্গে দেশের নারী, যুব ও মধ্যবিত্তদের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি অন্তর্বর্তী বাজেটে রেখেছিলেন সীতারমন। সেই প্রতিশ্রুতি কতটা রাখা হচ্ছে তা নিয়েও ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে দেশের মানুষ। কৃষকদের জন্য যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী বাজেটে সীতারমন রেখেছিলেন, তা থেকে কেন্দ্রের বিজেপি সরকার অনেকটাই বিচ্যুত। তাই বাকি প্রতিশ্রুতি আদৌ পূরণ করতে পারবেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তারই অপেক্ষা ২৩ জুলাই।

কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ঘোষণা করেন ২৩ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ হবে। তার আগের দিন থেকেই বাজেট অধিবেশন শুরু হবে সংসদের দুই কক্ষে। এই বাজেট অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত। রাষ্ট্রপতির অনুমতিক্রমে দুই সদনের সদস্যদের উপস্থিতি অনুরোধ করা হয়েছে।

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...
Exit mobile version