Wednesday, August 20, 2025

প্রেমিকার কান্নায় চেন্নাই থেকে সোজা সোনারপুরে! প্রতিবেশীদের মেরে শ্রীঘরে প্রেমিক

Date:

এলাকারই এক পোষ্য সারমেয়কে নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে চূড়ান্ত অশান্তি! সুদূর চেন্নাইতে বসে এমন খবর প্রেমিকার থেকে শোনার পর মাথার ঠিক রাখতে পারেননি যুবক। সোজা চেন্নাই (Chennai) থেকে চলে আসেন সোনারপুরের (Sonarpur) বাড়িতে। ফোনে বিস্তারিত ঘটনা শুনে মাথায় খুন চেপে যায় অর্চন ভট্টাচার্য (Archan Bhattacharya) নামে ওই আইআইটি (IIT) পড়ুয়ার। এরপর বাড়ি ফিরেই সোজা পৌঁছে যান প্রতিবেশী তথা স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ অধিকারীর বাড়িতে। হাতে ধারালো অস্ত্র নিয়ে শুক্রবার গভীর রাতে বিজেপি নেতা গোবিন্দ, তাঁর স্ত্রী নমিতা অধিকারী এবং পুত্র গৌরব অধিকারীর উপর অর্চন হামলা করেন বলে অভিযোগ। ইতিমধ্যে এলাকায় পশুপ্রেমী হিসাবে পরিচিত অর্চনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে সোনারপুর থানার পুলিশ (Sonarpur police Station)।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, সোনারপুর পুরসভার অন্তর্গত সুভাষগ্রামের চৌহাটি এলাকার বাসিন্দা গোবিন্দ অধিকারী এবং সুভাষ দেবনাথ সম্পর্কে প্রতিবেশী। বহুদিন ধরেই পথকুকুরকে খাওয়ানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঝামেলা লেগেই থাকত। কিন্তু সম্প্রতি বিষয়টি চরমে ওঠে। সূত্রের খবর, দেবনাথ পরিবারের সদস্যেরা নিজের বাড়ির সামনেই পথকুকুরদের খাওয়াতেন। সেই কুকুররা মাঝেমধ্যেই অধিকারী বাড়িতে ঢুকে যেত। এনিয়ে আগেও দুই পরিবারের মধ্যে বেশ কয়েকবার অশান্তির অভিযোগ সামনে এসেছে। কিন্তু, দিন কয়েক আগে ফের একটি পথকুকুরকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে পরিস্থিতি। অভিযোগ, অধিকারীদের বাড়িতে একটি কুকুর ঢুকে যাওয়ায় তাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে স্থানীয় ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনার কথা সুদূর চেন্নাইতে বসে শোনেন অর্চন। প্রেমিকার থেকে পুরো বিষয়টি শুনে মাথা ঠিক রাখতে পারেননি আইআইটি পড়ুয়া। সোজা ফিরে আসেন বাড়িতে। বাড়ি ফিরেই এক মুহূর্ত দেরি করেননি ওই যুবক। শুক্রবার রাতেই ধারালো অস্ত্র নিয়ে অধিকারী বাড়িতে হানা দেয় অভিযুক্ত। এরপরই গোবিন্দ-সহ ৩ জনকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে। অধিকারী পরিবারের ৩ সদস্য ঘটনার পর থেকেই আহত অবস্থায় এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, দেবনাথ পরিবারের মেয়ে স্মৃতি দেবনাথের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অর্চনের। নিজের পরিবারের সঙ্গে অধিকারী পরিবারের ঝামেলার বিষয়টি প্রেমিক অর্চনকে জানায় স্মৃতি। এরপর আর মাথা ঠিক রাখতে পারেনি ওই আইআইটির প্রথম বর্ষের ওই ছাত্র। সোজা চেন্নাই থেকে এসে পৌঁছন সোনারপুরের বাড়িতে। ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজীব পুরোহিতের অভিযোগ, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। পারিবারিক বিবাদ থেকে এই ঘটনা ঘটেছে। পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ঘটনা।

Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...
Exit mobile version