Thursday, November 6, 2025

প্রেমিকার কান্নায় চেন্নাই থেকে সোজা সোনারপুরে! প্রতিবেশীদের মেরে শ্রীঘরে প্রেমিক

Date:

এলাকারই এক পোষ্য সারমেয়কে নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে চূড়ান্ত অশান্তি! সুদূর চেন্নাইতে বসে এমন খবর প্রেমিকার থেকে শোনার পর মাথার ঠিক রাখতে পারেননি যুবক। সোজা চেন্নাই (Chennai) থেকে চলে আসেন সোনারপুরের (Sonarpur) বাড়িতে। ফোনে বিস্তারিত ঘটনা শুনে মাথায় খুন চেপে যায় অর্চন ভট্টাচার্য (Archan Bhattacharya) নামে ওই আইআইটি (IIT) পড়ুয়ার। এরপর বাড়ি ফিরেই সোজা পৌঁছে যান প্রতিবেশী তথা স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ অধিকারীর বাড়িতে। হাতে ধারালো অস্ত্র নিয়ে শুক্রবার গভীর রাতে বিজেপি নেতা গোবিন্দ, তাঁর স্ত্রী নমিতা অধিকারী এবং পুত্র গৌরব অধিকারীর উপর অর্চন হামলা করেন বলে অভিযোগ। ইতিমধ্যে এলাকায় পশুপ্রেমী হিসাবে পরিচিত অর্চনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে সোনারপুর থানার পুলিশ (Sonarpur police Station)।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, সোনারপুর পুরসভার অন্তর্গত সুভাষগ্রামের চৌহাটি এলাকার বাসিন্দা গোবিন্দ অধিকারী এবং সুভাষ দেবনাথ সম্পর্কে প্রতিবেশী। বহুদিন ধরেই পথকুকুরকে খাওয়ানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঝামেলা লেগেই থাকত। কিন্তু সম্প্রতি বিষয়টি চরমে ওঠে। সূত্রের খবর, দেবনাথ পরিবারের সদস্যেরা নিজের বাড়ির সামনেই পথকুকুরদের খাওয়াতেন। সেই কুকুররা মাঝেমধ্যেই অধিকারী বাড়িতে ঢুকে যেত। এনিয়ে আগেও দুই পরিবারের মধ্যে বেশ কয়েকবার অশান্তির অভিযোগ সামনে এসেছে। কিন্তু, দিন কয়েক আগে ফের একটি পথকুকুরকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে পরিস্থিতি। অভিযোগ, অধিকারীদের বাড়িতে একটি কুকুর ঢুকে যাওয়ায় তাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে স্থানীয় ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনার কথা সুদূর চেন্নাইতে বসে শোনেন অর্চন। প্রেমিকার থেকে পুরো বিষয়টি শুনে মাথা ঠিক রাখতে পারেননি আইআইটি পড়ুয়া। সোজা ফিরে আসেন বাড়িতে। বাড়ি ফিরেই এক মুহূর্ত দেরি করেননি ওই যুবক। শুক্রবার রাতেই ধারালো অস্ত্র নিয়ে অধিকারী বাড়িতে হানা দেয় অভিযুক্ত। এরপরই গোবিন্দ-সহ ৩ জনকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে। অধিকারী পরিবারের ৩ সদস্য ঘটনার পর থেকেই আহত অবস্থায় এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, দেবনাথ পরিবারের মেয়ে স্মৃতি দেবনাথের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অর্চনের। নিজের পরিবারের সঙ্গে অধিকারী পরিবারের ঝামেলার বিষয়টি প্রেমিক অর্চনকে জানায় স্মৃতি। এরপর আর মাথা ঠিক রাখতে পারেনি ওই আইআইটির প্রথম বর্ষের ওই ছাত্র। সোজা চেন্নাই থেকে এসে পৌঁছন সোনারপুরের বাড়িতে। ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজীব পুরোহিতের অভিযোগ, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। পারিবারিক বিবাদ থেকে এই ঘটনা ঘটেছে। পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ঘটনা।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version