Saturday, November 8, 2025

কেন্দ্রে বিজেপির আয়ু একবছর, সিপিএমের লালঝান্ডা বিরিয়ানির হাঁড়িতে! বাগদার প্রচারে সায়নী

Date:

আগামী ১০ জুলাই বাগদা বিধানসভা উপনির্বাচন (Bagda By Poll)। এবার মতুয়া অধ্যুষিত এই কেন্দ্রকে পাখির চোখ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মতুয়া ঠাকুর বাড়ির সদস্য মধুপর্ণাকে বাগদায় প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল। নাম ঘোষণার পর থেকেই মধুপর্ণার সমর্থনে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীরা। বিশেষ করে বাগদা জোর প্রচার চালাচ্ছে দলের ছাত্র ও যুব সংগঠন।

বাগদায় উপনির্বাচনে দলীয় (Bagda By Poll) প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচারে ঝড় তুলছে দলের যুব সভানেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। রোড-শো থেকে শুরু করে পথসভায় অংশ নেন সায়নী। যেখানে রাজ্য সরকারের উন্নয়নের পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরেন যুব সভানেত্রী।

কেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াও মুখে বললে হবে না। বেটিদের বাঁচাতে হবে। তিনি বলেন, বিজেপি বাংলা ও বাঙালি বিদ্বেষী দল। এরা ধর্মের সুড়সুড়ি দিয়ে বাংলাকে ভাগ করতে চাইছে। রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গ তুলে ধরে এদিন সায়নী ঘোষ বলেন, ওরা মুখে বলে এক করে আর এক। ঠাকুরের নামে শপথ নিতে বাধা দিয়ে মতুয়াদের অপমান করেছে বিজেপি। বিজেপি দম্ভ নিয়ে থাকে। এই বিজেপি সরকারের আয়ু এক থেকে দেড় বছর বলে দাবি করেন সায়নী ঘোষ।

পাশাপাশি বামেদের কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, এরাজ্যে বিজেপিকে এনেছে সিপিএম। ৩৪ বছরে বামেরা যা করেছে তাতে লাল ঝান্ডা বিরিয়ানির হাঁড়িতে ঠাঁই পেয়েছে। ভোট প্রচারে এসে রাজ্যের তৃণমূল সরকারের নানা প্রকল্পের কথা তুলে ধরেন সাংসদ। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজশ্রী সহ একাধিক প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, দিদি আপনাদের জন্য সব দিয়েছে। আপনারাও কিছু করুন।

আরও পড়ুন: হাথরাস কাণ্ডের চারদিন পর ভার্চুয়ালি ‘দর্শন’ ভোলে বাবার! দায় এড়ালেন ভিডিওবার্তায়

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version