Friday, November 28, 2025

প্রেমিকার কান্নায় চেন্নাই থেকে সোজা সোনারপুরে! প্রতিবেশীদের মেরে শ্রীঘরে প্রেমিক

Date:

Share post:

এলাকারই এক পোষ্য সারমেয়কে নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে চূড়ান্ত অশান্তি! সুদূর চেন্নাইতে বসে এমন খবর প্রেমিকার থেকে শোনার পর মাথার ঠিক রাখতে পারেননি যুবক। সোজা চেন্নাই (Chennai) থেকে চলে আসেন সোনারপুরের (Sonarpur) বাড়িতে। ফোনে বিস্তারিত ঘটনা শুনে মাথায় খুন চেপে যায় অর্চন ভট্টাচার্য (Archan Bhattacharya) নামে ওই আইআইটি (IIT) পড়ুয়ার। এরপর বাড়ি ফিরেই সোজা পৌঁছে যান প্রতিবেশী তথা স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ অধিকারীর বাড়িতে। হাতে ধারালো অস্ত্র নিয়ে শুক্রবার গভীর রাতে বিজেপি নেতা গোবিন্দ, তাঁর স্ত্রী নমিতা অধিকারী এবং পুত্র গৌরব অধিকারীর উপর অর্চন হামলা করেন বলে অভিযোগ। ইতিমধ্যে এলাকায় পশুপ্রেমী হিসাবে পরিচিত অর্চনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে সোনারপুর থানার পুলিশ (Sonarpur police Station)।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, সোনারপুর পুরসভার অন্তর্গত সুভাষগ্রামের চৌহাটি এলাকার বাসিন্দা গোবিন্দ অধিকারী এবং সুভাষ দেবনাথ সম্পর্কে প্রতিবেশী। বহুদিন ধরেই পথকুকুরকে খাওয়ানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঝামেলা লেগেই থাকত। কিন্তু সম্প্রতি বিষয়টি চরমে ওঠে। সূত্রের খবর, দেবনাথ পরিবারের সদস্যেরা নিজের বাড়ির সামনেই পথকুকুরদের খাওয়াতেন। সেই কুকুররা মাঝেমধ্যেই অধিকারী বাড়িতে ঢুকে যেত। এনিয়ে আগেও দুই পরিবারের মধ্যে বেশ কয়েকবার অশান্তির অভিযোগ সামনে এসেছে। কিন্তু, দিন কয়েক আগে ফের একটি পথকুকুরকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে পরিস্থিতি। অভিযোগ, অধিকারীদের বাড়িতে একটি কুকুর ঢুকে যাওয়ায় তাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে স্থানীয় ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনার কথা সুদূর চেন্নাইতে বসে শোনেন অর্চন। প্রেমিকার থেকে পুরো বিষয়টি শুনে মাথা ঠিক রাখতে পারেননি আইআইটি পড়ুয়া। সোজা ফিরে আসেন বাড়িতে। বাড়ি ফিরেই এক মুহূর্ত দেরি করেননি ওই যুবক। শুক্রবার রাতেই ধারালো অস্ত্র নিয়ে অধিকারী বাড়িতে হানা দেয় অভিযুক্ত। এরপরই গোবিন্দ-সহ ৩ জনকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে। অধিকারী পরিবারের ৩ সদস্য ঘটনার পর থেকেই আহত অবস্থায় এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, দেবনাথ পরিবারের মেয়ে স্মৃতি দেবনাথের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অর্চনের। নিজের পরিবারের সঙ্গে অধিকারী পরিবারের ঝামেলার বিষয়টি প্রেমিক অর্চনকে জানায় স্মৃতি। এরপর আর মাথা ঠিক রাখতে পারেনি ওই আইআইটির প্রথম বর্ষের ওই ছাত্র। সোজা চেন্নাই থেকে এসে পৌঁছন সোনারপুরের বাড়িতে। ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজীব পুরোহিতের অভিযোগ, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। পারিবারিক বিবাদ থেকে এই ঘটনা ঘটেছে। পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ঘটনা।

spot_img

Related articles

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...

মুম্বই নির্বাচনের আগে ১১ লক্ষ ডুপ্লিকেট ভোটার! বিজেপির বিরাট কারচুপির পর্দাফাঁস

বাণিজ্যনগরীর পুরনিগমের নির্বাচন। আর তার আগে খসড়া ভোটার তালিকা তৈরি হতেই ধরা পড়ে গেল নির্বাচন কমিশনের সঙ্গে হাত...

WPL নিলামে নজর কাড়লেন দীপ্তি শর্মা, বাংলা থেকে দল পেলেন কারা? জানুন সব তথ্য

বৃহস্পতিবার  দিল্লিতে হল মহিলাদের প্রিমিয়ার লিগের(WPL) নিলাম। একাধিক তারকা ক্রিকেটারের দিকে নজর ছিল। কারা দল পেলেন? কারা অবিক্রিত...