Thursday, August 21, 2025

মধ্যরাত থেকে অবিশ্রাম বৃষ্টির কারণে শিল্পনগরীর জনজীবন বিপর্যস্ত। গুরুত্বপূর্ণ একাধিক এলাকা জলের তলায়। সেই সঙ্গে বেশ কয়েকটি রুটে বন্ধ লোকাল ট্রেন চলাচল। প্রয়োজন ছাড়া দেশের সবথেকে ব্যস্ত শহরের নাগরিকদের বাইরে না বেরোনোর অনুরোধ রেল দফতরের।

সোমবার রাত ২ টো থেকে ভোর ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৭০ মিলিমিটার। সোমবারও ২৪ ঘণ্টার জন্য জারি হয়েছে বৃষ্টির কমলা সতর্কতা। মঙ্গলবারও জারি হয়েছে হলুদ সতর্কতা। প্রবল বৃষ্টির জেরে মুম্বইয়ের সব স্কুল দ্বিতীয় হাফে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। মুম্বই প্রশাসনের দাবি, গোটা শহরে যে পরিমাণ জল জমে গিয়েছে তা নামতে প্রায় দুঘণ্টা সময় লাগবে। কিন্তু রাত থেকে বৃষ্টি বন্ধ না হওয়ায় সেই প্রক্রিয়া বাধা পায়।

অন্যদিকে মুম্বই রেলের হার্বার লাইনে চুন্নাভাটি স্টেশন এলাকায় লাইনে ব্যাপক জল জমে যায়। তার ফলে দীর্ঘক্ষণ হার্বার লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। মেন লাইনের ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে থানে পর্যন্ত রেল চলাচল বন্ধ হয়ে মেল এক্সপ্রেস ট্রেন বাণিজ্য নগরীতে ঢোকা বেরোনো বন্ধ হয়ে যায়। পরে গতি নিয়ন্ত্রিত করে ফের এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়। যদিও হার্বার লাইনের ওয়াডালা থেকে মানখুর্দ পর্যন্ত রেল চলাচল বন্ধ রেখে অন্য অংশে ট্রেন চালানো শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক হয় রেললাইন থেকে জল না নেমে গেলে রেল চলাচল স্বাভাবিক হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

মধ্যরাত থেকে বৃষ্টির জেরে রাত ২.২২ মিনিট থেকে ভোর ৩.৪০ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল বিমান ওঠানামাও। মোট ২৭টি বিমানকে দেশের বিভিন্ন বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে বিমানবন্দরের পরিষেবার কাজ শুরু হলেও বিমান ওড়ার ক্ষেত্রে সংখ্যা অনেক কম রাখা হয়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version