আজ সুপ্রিম কোর্টে NEET UG মামলার শুনানি 

ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজিতে (NEET UG) প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশ জুড়ে বিতর্ক দানা বেঁধেছে। তদন্তভার গ্রহণ করে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। পরীক্ষা বাতিল থেকে শুরু করে কাউন্সিলিং হঠাৎ করে স্থগিত করে দেওয়া, দেশের অন্যতম বড় পরীক্ষায় অনিয়মের অভিযোগে শীর্ষ আদালতে ৩৮টি মামলা দায়ের হয়েছে। আজই শুনানি। শীর্ষ আদালত (Supreme Court) সূত্রে খবর, আজ বেলা ১১টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হবে।

নিট কেলেঙ্কারি ফাঁস হবার পর পরীক্ষা বাতিলের দাবি তুলে দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে। এই মামলায় গত শুক্রবার কেন্দ্রের তরফে হলফনামা দিয়ে আদালতে জানানো হয় যে পুরো পরীক্ষা বাতিল হলে লক্ষ লক্ষ সৎ পরীক্ষার্থী বিপদে পড়বেন। শুধু তাই নয় এই পরীক্ষায় বড় মাপের অনিয়মের প্রমাণ মেনেনি বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (union education ministry)। হলফনামায় বলা হয়েছে সিবিআই তদন্ত করছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই আবহে আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কী রায় দেয় সেদিকে নজর থাকবে।