Sunday, November 9, 2025

উল্টো ফলের আশঙ্কা! ঋতুকালীন সবেতন ছুটির আর্জিতে ‘না’ সুপ্রিম কোর্টের

Date:

আমরা একেবারেই এই দাবির বিরোধী নই, কিন্তু আদালতের রায়ে উল্টো ফল হতে পারে। আর সেকারণেই কেন্দ্র ও রাজ্যগুলির উচিত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। ঋতুকালীন সময়ে (Periods) মাসে কমপক্ষে ২ দিন সবেতন ছুটি (Pay Leave) দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court of India)। সোমবার সেই মামলার আর্জিতে সায় দিল না দেশের শীর্ষ আদালত।

এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয় এই ব্যাপারে আদালত সিদ্ধান্ত নিতে পারে না। রাজ্য ও কেন্দ্র উভয়পক্ষ আলোচনা করেই একটি সিদ্ধান্তে পৌঁছতে হবে। সোমবার এই মামলার সওয়াল জবাব চলাকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাফ জানান, আমরা এই দাবির বিরোধী নই। কিন্তু আদালতের রায়ে উল্টো ফলও হতে পারে। কারণ প্রতি মাসে দুই থেকে তিন দিন সবেতন ছুটির নির্দেশ জারির পর বেসরকারি সংস্থাগুলি মহিলাদের নিয়োগের ক্ষেত্রে আপত্তি দেখাতে পারেন। আর তাতে সবচেয়ে বড় সমস্যায় পড়বেন মহিলারা। তাই কেন্দ্র ও রাজ্য সরকারগুলির উচিত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে একটি সিদ্ধান্তে পৌঁছনো।

বর্তমানে বিহারে রাজ্য সরকারের মহিলারা ঋতুকালীন সময়ে দু’দিন সবেতন ছুটি পান। লালুপ্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন ১৯৯২ সালে এই ছুটি চালু করেছিলেন। সম্প্রতি কেরলের পিনারাই বিজয়ন সরকারও মাসে তিন দিন সবেতন ছুটি মঞ্জুর করেছে। তারপরই সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। আর সেই মামলায় এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version