Monday, November 10, 2025

মানিকতলা উপনির্বাচন: শেষ দিনে চমক সুপ্তির, প্রচারে ক্রীড়াবিদরাও

Date:

উপনির্বাচনে প্রচারের শেষ দিনে ঝড় তুলে দিল তৃণমূল কংগ্রেস (TMC)। এদিন প্রার্থী সুপ্তি পাণ্ডের (Supti Pandey) হয়ে প্রচারে অংশ নিল ক্রীড়া মহল। সকলকে চমকে দিয়ে সোমবার সকালে উল্টোডাঙা রেলস্টেশন থেকে হাতিবাগান স্টার থিয়েটার পর্যন্ত হল শোভাযাত্রা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) নেতৃত্বে এই শোভাযাত্রায় পা মেলালেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যাপাধ্যায় (Ajit Banerjee)-সহ ফুটবল-ক্রিকেট-দাবা ও অন্যান্য নানা ক্ষেত্রের তারকারা সঙ্গে দলীয় কর্মী-সমর্থকেরা। এই বাঁধভাঙা উচ্ছ্বাসে কার্যত প্রচার পর্বেই ভেসে গেল বিরোধীরা।

শোভাযাত্রা শেষে এদিন স্টার থিয়েটারের সামনে বক্তৃতা করেন বাংলার স্বনামধন্য খেলোয়াড়রা। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে খোঁচা দিয়ে তাঁরা স্পষ্ট ভাষায় বলেন, একজন অপদার্থ ক্রীড়া প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকে ডুবিয়ে ছেড়েছে। এখানে ভোটে হেরে পালিয়ে গিয়েছিল আবার কোর্টে গিয়েও দীর্ঘদিন ভোট আটকে রেখেছিল এলাকায়। যে ক্রীড়া প্রশাসকের চেয়ারে বসে সার্ভিস দিতে পারে না, চূড়ান্ত ব্যর্থ হয় সে একটি কেন্দ্রের মানুষকে কীভাবে পরিষেবা দেবে?

এদিনের প্রচারে বিভিন্ন তারকারা একে একে ব্যাখ্যা করেন কীভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উন্নতি হয় বাংলার ক্রীড়াক্ষেত্রের। আর্থিক বরাদ্দ থেকে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো— সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে রাজ্য সরকার। মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও এদিনের প্রচারে ছিলেন অতীন ঘোষ, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ-সহ আবিদ হোসেন, অজিত বন্দ্যোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, অমর গঙ্গোপাধ্যায়, অমিত দাস, অরূপ বৈদ্য, অরূপ ভট্টাচার্য, বিদেশ বসু, বিকাশ পাঁজি, বিশ্বজিৎ পালিত, কম্পটন দত্ত, দিব্যেন্দু বড়ুয়া, দীপেন্দু বিশ্বাস, গোবিন্দ প্রামাণিক, গৌতম সরকার, হাবিবুর রহমান, হুসেন মুস্তাফি, কার্তিক শেঠ, কৃষ্ণেন্দু রায়, মানস ভট্টাচার্য, মেহতাব হোসেন, নাসিম আখতার, নিমাই গোস্বামী, প্রশান্ত চক্রবর্তী, রহিম নবি, রমা সরকার, রবিন বোলদে, সমরেশ চৌধুরী, সঞ্জয় মাঝি, শিশির ঘোষ, সৌমিক দে, সুমিত বন্দ্যোপাধ্যায়, তুষার শীল।

আরও পড়ুন- ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিতে রাজ্যে কমেছে পথ দুর্ঘটনা, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

 

Related articles

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...
Exit mobile version