Saturday, November 1, 2025

আচমকা হৃদরোগে প্রয়াত ঊষা উত্থুপের স্বামী! মঙ্গলবার বিকেলে কলকাতায় শেষকৃত্য

Date:

Share post:

প্রয়াত গায়িকা (Singer) ঊষা উত্থুপের (Usha Utthup) স্বামী জানি চাকো উত্থুপ। মৃত্যুকালে বিশিষ্ট সঙ্গীতশিল্পীর স্বামীর বয়স হয়েছিল ৭৮ বছর। সূত্রের খবর, সোমবার সকালে আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। এরপরই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ঊষা উত্থুপের স্বামীকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে জানি চাকো উত্থুপের (Jani Chacko Utthup)।

পরিবার সূত্রে খবর, এদিন সকালে স্টুডিওতে গিয়েছিলেন গায়িকা। কিন্তু স্বামীর অসুস্থতার খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান তিনি। যদিও ততক্ষণে সব শেষ। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হবে গায়িকার স্বামীর। উল্লেখ্য, কলকাতাতেই প্রথম দেখা হয়েছিল ঊষা এবং জানির। কিন্তু সেইসময় বিবাহিত ছিলেন ঊষা। তাঁর প্রথম স্বামীর নাম রামু। পরবর্তীতে রামুর সংসার ছেড়ে জানির হাত ধরেছিলেন ঊষা। শুরু করেছিলেন জীবনের নয়া ইনিংস। তবে এদিন স্বামীকে হারিয়ে শোকাহত গায়িকা। তিনি একেবারেই কথা বলার মতো অবস্থায় নেই বলেই জানিয়েছেন গায়িকার আপ্তসহায়ক। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, প্রয়াত চাকোর কোনও অসুস্থতা ছিল না। প্রতিদিন সকালে একসঙ্গে বসে চা খেতেন দম্পতি। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন চা, প্রাতরাশ সেরে খানিক গল্পও করেন দুজনে। তারপরেই সব শেষ। চাকো ‘টি এস্টেট’-এর কর্মী ছিলেন। দম্পতির একটি পুত্রসন্তান ও কন্যাসন্তান রয়েছেন।

তবে আপাতত প্রয়াত জানি চাকোর দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে। ইতিমধ্যেই চাকো এবং সঙ্গীতশিল্পীর পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়েছে। দুই পরিবারের অধিকাংশ সদস্য থাকেন দক্ষিণ ভারতে। মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছবেন তাঁরা। বিকেলেই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


spot_img

Related articles

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...