আড়িয়াদহে কলেজ পড়ুয়া এক যুবক এবং তাঁর মাকে পিটিয়ে মারার অভিযোগে ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন স্থানীয় নেতা জয়ন্ত সিং (Jayant Sing)। সেই ঘটনার তদন্তের মাঝেই রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malavya) একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তালতলা স্পোর্টিং ক্লাবের (Taltala Sporting Club) ভেতরে এক তরুণীকে বেধড়ক মারধর করছেন কিছু লোক। তাঁরা সকলেই জয়ন্তর অনুগামী বলে দাবি করছে বিজেপি। ভিডিও সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। এরপরই এই ঘটনায় তিন দিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশনের (NCW) চেয়ারম্যান রেখা শর্মা (Rekha Sharma)। তদন্তে বেলঘরিয়া থানার পুলিশ।

ভাইরাল ভিডিওতে যাঁকে মারা হচ্ছে তিনি পুরুষ না মহিলা তা এখনও পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি। এই ঘটনায় জয়ন্ত আদৌ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফের জানানো হয়েছে যে এটি ২০২১ সালের মার্চ মাসের ঘটনা। মোটরবাইক চোর সন্দেহে স্থানীয়রা এক ব্যক্তিকে মারধর করার পর পুলিশের হাতে তুলে দেয়। এর পাশাপাশি অভিযুক্ত জয়ন্ত সিং তাঁর শাগরেদদের আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে বলেও একটি ছবি ভাইরাল হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন জানিয়েছেন যদি কোনও অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে দল এবং সরকার কাউকে রেয়াত করবে না কারণ ঘাসফুল শিবির এই ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলে। এই প্রসঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওর ভিত্তিতে সুয়োমটো মামলা করে তদন্ত শুরু হয়েছে।

BKP PC has taken note of an old video now in circulation on social media involving assault on a girl.A suo motu criminal case has been started.All legal actions against persons seen in video(2 among them are already in custody)are being taken. @WBPolicehttps://t.co/FEJ8SaiXez
— Barrackpore Police (@bkpcitypolice) July 9, 2024