Thursday, August 21, 2025

১) কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল ডায়মন্ড হারবার এফসি। সোমবার বিধাননগর পুরসভার মাঠে কিবু ভিকুনার দল ১-০ গোলে হারিয়েছে এরিয়ানকে। DHFC-র হয়ে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন পরিবর্ত হিসাবে মাঠে নামা রাহুল পাসোয়ান।

২) বুধবার কোপা আমেরিকা কাপের সেমিফাইনালে নামছে আর্জেন্তিনা। প্রতিপক্ষ কানাডা। কোপার অভিযান এই কানাডাকে হারিয়ে করেছিল আর্জেন্তাইনরা। সেমিফাইনালে আবার সেই কানাডা। ফাইনালে যেতে গেলে হারাতেই হবে কানাডাকে। তবে সেই ম্যাচে নামার আগে লিও মেসিদের হুমকি কানাডার কোচ জেসে মার্চ।

৩) সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১২৫ কোটি টাকা ঘোষণা করে বিসিসিআই। সেই পুরস্কার মূল্য ইতিমধ্যে টিম ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে বোর্ড সভাপতি রজার বিনি। আর এবার সামনে এল সেই ১২৫ কোটির টাকার মধ্যে দলের ১৫ জন ক্রিকেটার ৫ কোটি টাকা করে পাবেন।

৪) গতকাল ছিল ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিয়াইয়ের প্রাক্তন সভাপতি তথা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ৫২ বছর পূর্ণ করেছেন তিনি। আর এবারের জন্মদিনটা অন্যভাবে পালন করছেন মহারাজ। নিজের জন্মদিন কলকাতায় নয় লন্ডনে পরিবারের সঙ্গে পালন করছেন তিনি। যেই কথা নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান মহারাজ।

৫) নীরবতা ভাঙলেন ভারতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার ঈশান কিষাণ। এক সাক্ষাৎকারে ঈশান জানিয়েছেন, রান করার পরেও তাঁকে বেঞ্চে বসতে হয়েছে। ভ্রমণের ক্লান্তির কারণেই বিশ্রাম নিয়েছিলেন। আসন্ন মরশুমে ঘরোয়া ক্রিকেট খেলেই জাতীয় দলে ফিরতে চান তিনি।

আরও পড়ুন- কলকাতা লিগে এরিয়ানকে ১-০ গোলে হারালো DHFC

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version