Thursday, August 21, 2025

টানা বৃষ্টির ছন্দপতনেও ফিরছে না স্বস্তি। উত্তর নিয়ে বাড়ছে উদ্বেগ। সক্রিয় মৌসুমি বায়ু এবং ঘূর্ণাবর্তের যুগলবন্দিতে চলতি সপ্তাহে ভয়ঙ্কর বিপর্যের মুখোমুখি হতে পারে উত্তরবঙ্গের (Rain Disaster in North Bengal) পাহাড়-সমতলে পাঁচ জেলা! বুধবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনার কারণে হাওয়া অফিসের (Weather Department) তরফে লাল ও কমলার সতর্কতা জারি করা হয়েছে। ব্যাপক হড়পা বান এবং ভূমিধসের বিপর্যয় নিয়ে চিন্তায় প্রশাসন।

উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে একের পর এক রাস্তায় ধস নেমেছে। জলদাপাড়ার তোর্সা এবং শিসামারা উপচে পড়েছে। আপাতত তিস্তার জলস্তর কমলেও চওড়া হচ্ছে ভাঙনের আশঙ্কা। দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন রাস্তা জল থৈথৈ। কোথাও কোথাও নৌকো করে খাবার পৌঁছে দিতে হচ্ছে। এর মাঝেই ভুটানের আবহাওয়া দফতর ‘ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি’ (National Center for Hydrology and Metrology) থেকেও দক্ষিণ ভুটানে ২০০ মিলিমিটারের বেশি ভারী থেকে অতিভারী বর্ষণ এবং হড়পা বান ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। হাওয়া অফিস বলছে একই সময়ে উত্তর সিকিমেও অতিভারী বর্ষণের সম্ভাবনা থাকায় ফের বিপদ সীমা ছাড়াতে পারে তিস্তা (Teesta river)। পাশাপাশি ভুটানের জলে ডুয়ার্সের হাসিমারা, কালচিনি, বক্সা ও জলদাপাড়া জঙ্গল এলাকা, আলিপুরদুয়ার শহর এবং কোচবিহার জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। সোমবার রাতে পাওয়া খবর অনুযায়ী তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের লাঙ্গল গ্রাম বেগারখাতায এলাকার একমাত্র রাস্তা রায়ডাক নদীর জলস্তরে ভেঙেছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ২০০ এর বেশি পরিবার। তুফানগঞ্জের কৃষ্ণপুর, দিনহাটার গীতালদহ, ওকরাবাড়িসহ ১১ টি এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় ভাঙ্গন মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর। ইতিমধ্যে দার্জিলিং পাহাড়ে ৫৫ নম্বর জাতীয় সড়কের পাগলাঝোরা, ১০ নম্বর জাতীয় সড়কের সেলফিডারা, মিরিক বাইপাস রোড, লাভা-লোলেগাও রোড, দার্জিলিং রেল স্টেশন হিলকার্ট রোড, রোহিণী রোড, মিরিক সৌরাণী, সেবকে ধস নেমেছে।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) দেওয়া তথ্য অনুযায়ী:-

১০ এবং ১২ জুলাই দার্জিলিং জুড়ে অতি বৃষ্টির কমলা সতর্কতা (১১ জুলাই বৃষ্টি তীব্রতা বাড়ার আশঙ্কায় লাল সর্তকতা রয়েছে)।

১০ এবং ১২ জুলাই জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি।

১০ এবং ১১ জুলাই আলিপুরদুয়ারে বৃষ্টির তীব্রতা বেশি থাকার আশঙ্কায় জারি লাল সর্তকতা। মাঝে ১১ জুলাই লাল সর্তকতা।

কোচবিহারে ১১ জুলাই ‘লাল’ এবং ১০-১২ জুলাই ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে।


Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version