রাজভবনে কর্মীর শ্লীলতাহানির অভিযোগের মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এই নৃত্যশিল্পী। সেই ভিডিও ফাঁস নিয়ে সিভি আনন্দ বোসকে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। এর পরেই সংবাদ সংস্থা সূত্রে বলা হয়, রাজ্যপাল বোসের বিরুদ্ধে নির্যাতনের মামলা প্রত্যাহার করে নিচ্ছেন নৃত্যশিল্পী। মঙ্গলবার, সাংবাদিক বৈঠক করে বিষয়টি নিয়ে ফের তোপ দাগেন কুণাল। মামলা প্রত্যাহার করতে চাননি অভিযোগকারিনী। কিছু কারণ বশত বিষয়টি নিয়ে আর এগোতে চান না।
‘প্রেস বিবৃতি’ প্রকাশ করে কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকারিণী বলছেন তিনি অভিযোগ প্রত্যাহার করেননি। তিনি অন্য একটি কারণে আপাতত ‘পারসু’ করছেন না। অভিযোগ থাকছে। কুণাল বলেন, “রাজ্যপালকে (CV Anand Bose) নিয়ে দিল্লির তাজ হোটেলে যে ঘটনা হয়েছে, সেই অভিযোগকারিণী আমাকে একটি প্রেস বিবৃতির মতো নোট পাঠিয়েছেন। আমি তাঁর অনুরোধ রক্ষা করে তা সংবাদমাধ্যমকে দিয়েছি।” তার পরেই তৃণমূল নেতা জানান, “তিনি অভিযোগ প্রত্যাহার করেননি। আমেরিকায় কিছু জটিলতা রয়েছে। সে ক্ষেত্রে তিনি ভারত সরকারের সাহায্য চান বলে এখন এই বিষয়টি নিয়ে এগোতে চান না।”