Wednesday, August 27, 2025

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে উপাচার্যহীন করে রাখতে যে কলকাঠি তিনি নেড়েছিলেন, তা থামিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এতদিন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে যে ধরনের অপমানজনক কথা রাজ্যপাল বলে গিয়েছেন, তার পাল্টা জবাব দাবি রাজ্যের শিক্ষাবিদদের। যে অপমান তিনি উপাচার্যদের করেছেন তার জন্য সংবাদ মাধ্যমে তাঁকে ক্ষমা চাওয়ার দাবি করলেন এডুকেশনিস্ট ফোরামের সদস্যরা।

সোমবার সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানান রাজ্যের শিক্ষাবিদরা। এর ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্বচ্ছ ও ন্যায্য উপাচার্য নির্বাচন সম্ভব হবে, দাবি ফোরামের সদস্যদের। সেই সঙ্গে রাজ্যপাল তথা আচার্যের পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন তাঁরা। সেই সঙ্গে তাঁদের পক্ষ থেকে যে আইনি নোটিশ দেওয়া হচ্ছে, তা জানানো হয় সাংবাদিক সম্মেলনে।

শিক্ষাবিদদের দাবি, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সংবাদ মাধ্যমে রাজ্যপাল উপাচার্যদের নামে যে ধরনের উক্তি করেছিলেন তা অত্যন্ত অপমানজনক। সেখানে উপাচার্যদের দুর্নীতিগ্রস্থ, মহিলাদের অপমানকারী ও শিক্ষাকেন্দ্রে রাজনীতি করার অভিযোগে দুষ্ট করা হয়। তার বিরুদ্ধে এবার রাজ্যপালকে নোটিশ দিচ্ছে এডুকেশনিস্ট ফোরাম। তাঁদের দাবি সাতদিনের মধ্যে এর উত্তর দিতে হবে রাজ্যপালকে। সেই সঙ্গে রাজ্যপালের বক্তব্যের মধ্যে দিয়ে উপাচার্য ও রাজ্যের শিক্ষক সমাজের যে অপমান হয়েছে তার জন্য ৫০ লক্ষ টাকা জরিমানাও দাবি করা হয়।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version