Wednesday, August 27, 2025

ভূমি ও ভূমি সংস্কার দফতরে ব্যাপক রদবদল! একধাক্কায় বদল ৪১৩ আধিকারিক

Date:

ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করার পর ওই দফতরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন। উপর তলা থেকে নিচতলায় চলছে ব্যাপক রদবদল। এরই অঙ্গ হিসেবে এক ধাক্কায় চারশোর বেশি বুনি আধিকারিককে বদলি করল নবান্ন। এদের মধ্যে ডেপুটি ডিরেক্টর থেকে শুরু করে স্পেশাল রেভিনিউ অফিসার পদমর্যাদার আধিকারিকেরা রয়েছেন। জানা গিয়েছে মোট ৪১৩ জন ভূমি আধিকারিককে বদলি করা হয়েছে। এরমধ্যে ২৯ জন ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার। ২০৫ জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার। একই সঙ্গে মঙ্গলবার ১৭৯ জন স্পেশাল রিসার্চ অফিসারের বদলির নির্দেশ জারি করা হয়েছে নবান্ন থেকে।

ভূমি দফতরের কাজ নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি ভূমি সচিব পদে নিয়ে এসেছেন সিনিয়র আইএস আধিকারিক বিবেক কুমারকে। ভূমি ও ভূমিসংস্কার দফতরের একাংশের কর্মীর ভূমিকায় মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের প্রেক্ষিতে ওই সব আধিকারিকদের কাজকর্মের ওপর নজরদারি চালাতে গঠিত কমিটিকে আরও তত্পর হতেও রাজ্য সরকার নির্দেশ দিয়েছে।মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর সরকারি জমি দখল করা নিয়ে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে পুলিশ। সরকারি জমি বিক্রি করার অভিযোগে ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছে সিআইডি। গজলডোবার সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার হয়েছেন এক বিজেপি নেতা। নবান্নের তরফে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি জমি দখলের অভিযোগ উঠলেই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করবেন ভূমি আধিকারিকরা। সেইমতো পদক্ষেপ করবে পুলিশ।

আরও পড়ুন- জল্পনার অবসান, ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর

 

Related articles

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...
Exit mobile version