Saturday, January 10, 2026

কয়েক সপ্তাহে রাশিয়ায় ‘বন্দি’ ভারতীয়দের মুক্তি: মস্কোয় দাবি মোদির

Date:

Share post:

জোর করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিয়োগ করা ভারতীয়দের মধ্যে ১০ জনেরও কম এখনও পর্যন্ত মুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে দেশের মানুষের নজর ছিল, আটকে থাকা এবং রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে বাধ্য থাকা ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে কী উদ্যোগ নেবেন মোদি। সফরের শেষ লগ্নে মস্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় মোদির দাবি, কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবে আটকে থাকা ভারতীয়রা।

২৬ ঘণ্টার রাশিয়া সফর মঙ্গলবারই শেষ নরেন্দ্র মোদির। সোমবার রাতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে নৈশভোজে যোগ দেন মোদি। ফের মঙ্গলবার সকালে ক্রেমলিনে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক ও চুক্তি সাক্ষরিত হয়। এরপর মস্কোর প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বার্তা দেন নরেন্দ্র মোদি। তাঁদের জন্য মোদির উপহার আরও দুই নতুন দূতাবাস। মোদি জানান, রাশিয়ায় ভারত আরও দুই নতুন দূতাবাস খুলতে চলেছে।

ইতিমধ্যে প্রায় ৫০ জন ভারতীয় নাগরিক রাশিয়ার সৈন্য বাহিনীর অধীনে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েছেন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বাকি ভারতীয়দের মুক্তির বিষয়ে মোদি জানান, “রাশিয়ার সেনাবাহিনীতে থাকা ভারতীয়দের মুক্তি কয়েক সপ্তাহের মধ্যেই হয়ে যাবে।”

তবে গোটা বিশ্ব মোদির সফরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিণতির সম্ভাবনার জল্পনা করেছে। দুই রাষ্ট্রনায়কের সাক্ষাতে এই যুদ্ধ কোন দিকে প্রবাহিত হবে তা নিয়ে চিন্তায় কিভ থেকে নিউ ইয়র্ক। যদিও মোদি নিশ্চিত করেন এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি বিষয়ে আলোচনা হয়নি। তবে যুদ্ধের ময়দানে কোনও সমাধান নয়, আলোচনার মধ্যে দিয়ে সমাধানের পথে চলার বার্তা পুতিনের সঙ্গে আলোচনায় পেশ করেছেন তিনি, এমন ইঙ্গিত দেন।

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...