গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে। আর এই বৃষ্টিতে কার্যত ভাসছে উত্তরবঙ্গ। ফুঁসছে একাধিক পাহাড়ি নদী |আবহাওয়া দফতরের পূর্বাভাস সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টি চলবে। জলস্তর বাড়ছে একাধিক নদীর। উত্তরবঙ্গের একাধিক গ্রামে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । পুনর্ভবা নদীর জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে, তপন ব্লকের দুই নম্বর আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া ,সুতইল ,জিগাতলি, বাজরাপুকুর ,মনোহলি, শিবতলাসহ বিস্তীর্ণ এলাকায় কোমর সমান জল।
সোমবার সকাল থেকে বৃষ্টি একটু কমলেও ভাসছে তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায়। জল জমে গিয়েছে চাষের জমিতে। রাস্তায় জল জমে থাকার কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন গ্রামবাসীরাও। যান চলাচলেও তৈরি হয়েছে সমস্যা। স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। তাঁদের দাবি, বছর বছর টানা বৃষ্টি হলেই এই সমস্যার মুখে পড়েন উত্তরবঙ্গবাসী। তাঁদের আশঙ্কা, যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জলস্তর এভাবে চলতে থাকলে আগামী দিনে বিস্তীর্ণ এলাকায় প্লাবনের সম্ভবনা।