Friday, December 19, 2025

উত্তরের শিয়রে ঘোর দুর্যোগ, উদ্বেগ চড়ছে সপ্তমে!

Date:

Share post:

টানা বৃষ্টির ছন্দপতনেও ফিরছে না স্বস্তি। উত্তর নিয়ে বাড়ছে উদ্বেগ। সক্রিয় মৌসুমি বায়ু এবং ঘূর্ণাবর্তের যুগলবন্দিতে চলতি সপ্তাহে ভয়ঙ্কর বিপর্যের মুখোমুখি হতে পারে উত্তরবঙ্গের (Rain Disaster in North Bengal) পাহাড়-সমতলে পাঁচ জেলা! বুধবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনার কারণে হাওয়া অফিসের (Weather Department) তরফে লাল ও কমলার সতর্কতা জারি করা হয়েছে। ব্যাপক হড়পা বান এবং ভূমিধসের বিপর্যয় নিয়ে চিন্তায় প্রশাসন।

উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে একের পর এক রাস্তায় ধস নেমেছে। জলদাপাড়ার তোর্সা এবং শিসামারা উপচে পড়েছে। আপাতত তিস্তার জলস্তর কমলেও চওড়া হচ্ছে ভাঙনের আশঙ্কা। দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন রাস্তা জল থৈথৈ। কোথাও কোথাও নৌকো করে খাবার পৌঁছে দিতে হচ্ছে। এর মাঝেই ভুটানের আবহাওয়া দফতর ‘ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি’ (National Center for Hydrology and Metrology) থেকেও দক্ষিণ ভুটানে ২০০ মিলিমিটারের বেশি ভারী থেকে অতিভারী বর্ষণ এবং হড়পা বান ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। হাওয়া অফিস বলছে একই সময়ে উত্তর সিকিমেও অতিভারী বর্ষণের সম্ভাবনা থাকায় ফের বিপদ সীমা ছাড়াতে পারে তিস্তা (Teesta river)। পাশাপাশি ভুটানের জলে ডুয়ার্সের হাসিমারা, কালচিনি, বক্সা ও জলদাপাড়া জঙ্গল এলাকা, আলিপুরদুয়ার শহর এবং কোচবিহার জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। সোমবার রাতে পাওয়া খবর অনুযায়ী তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের লাঙ্গল গ্রাম বেগারখাতায এলাকার একমাত্র রাস্তা রায়ডাক নদীর জলস্তরে ভেঙেছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ২০০ এর বেশি পরিবার। তুফানগঞ্জের কৃষ্ণপুর, দিনহাটার গীতালদহ, ওকরাবাড়িসহ ১১ টি এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় ভাঙ্গন মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর। ইতিমধ্যে দার্জিলিং পাহাড়ে ৫৫ নম্বর জাতীয় সড়কের পাগলাঝোরা, ১০ নম্বর জাতীয় সড়কের সেলফিডারা, মিরিক বাইপাস রোড, লাভা-লোলেগাও রোড, দার্জিলিং রেল স্টেশন হিলকার্ট রোড, রোহিণী রোড, মিরিক সৌরাণী, সেবকে ধস নেমেছে।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) দেওয়া তথ্য অনুযায়ী:-

১০ এবং ১২ জুলাই দার্জিলিং জুড়ে অতি বৃষ্টির কমলা সতর্কতা (১১ জুলাই বৃষ্টি তীব্রতা বাড়ার আশঙ্কায় লাল সর্তকতা রয়েছে)।

১০ এবং ১২ জুলাই জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি।

১০ এবং ১১ জুলাই আলিপুরদুয়ারে বৃষ্টির তীব্রতা বেশি থাকার আশঙ্কায় জারি লাল সর্তকতা। মাঝে ১১ জুলাই লাল সর্তকতা।

কোচবিহারে ১১ জুলাই ‘লাল’ এবং ১০-১২ জুলাই ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে।


spot_img

Related articles

দু-মলাটে প্রকাশ হল তৃণমূল সরকারের দেড় দশকের রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন আগেই। শুক্রবার বই আকারে প্রকাশিত হল তৃণমূল সরকারের (TMC Government) দেড়...

৬০ কোটির কেলেঙ্কারির ঝামেলায় আবারও নাম জুড়লো শিল্পা শেট্টির

শিল্পা শেট্টির বাড়িতে তল্লাশি! ৬০ কোটির কেলেঙ্কারির অভিযোগে ক্ষুব্ধ অভিনেত্রী বললেন, “আমি নির্দোষ”। ৬০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির...

একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা ও ভোটার তালিকা সংশোধন চললে সমস্যা: কমিশনকে চিঠি পর্ষদের

মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের স্বার্থে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার কাজের সময়সূচি ও দায়িত্ব বণ্টন নিয়ে নির্বাচন...

বেটিং-চক্রে বেআইনি লেনদেনের অভিযোগ! মিমি-অঙ্কুশ-সহ একাধিক তারকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র

অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মিমি চক্রবর্তী (Mimi Chakraboty) ও অঙ্কুশ হাজরার (Ankush Hazra) সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্স...