Tuesday, August 26, 2025

বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কে সম্মান জানিয়ে বিশেষ বার্তা রোহিতের

Date:

সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। টি-য় ২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। এখন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ তিনি। এই দ্রাবিড়কে নিয়ে সোশ্যাল মিডিয়া বিরাট বার্তা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।

এই নিয়ে রোহিত নিজের সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখেন , “ আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার সঠিক শব্দ নেই। সেটা কখনও করতে পারব বলে মনে হয় না। তাই এখানে সেই চেষ্টাটাই করছি। ছোটবেলা থেকে তোমার খেলা দেখে বড় হয়েছি। যেভাবে লক্ষ লক্ষ মানুষ তোমার খেলা দেখেছে। কিন্তু আমি ভাগ্যবান যে তোমার সঙ্গে এত কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। তুমি ক্রিকেটের মহীরুহ সমান। কিন্তু তোমার সমস্ত কৃতিত্ব আর সাফল্যকে দূরে সরিয়ে রেখেই কোচ হিসেবে জাতীয় দলের ড্রেসিংরুমে এসেছিলে। আর আজ তুমি এমন একটা জায়গায় চলে এসেছ, যেখানে তোমার সম্বন্ধে প্রকাশ্যে কিছু বলতে আমাদের অসুবিধা হয় না। ক্রিকেটের জন্য তোমার ভালোবাসার জন্য এটা তোমার প্রাপ্য ছিল। তোমার থেকে অনেক কিছু শিখেছি। অনেক দারুণ মুহূর্ত কাটিয়েছি। আমার স্ত্রী বলে, তুমি আমার কাজের জগতের স্ত্রী। আমি নিজেও গর্বিত, তোমাকে সেই কাছের মানুষ মনে করতে পেরে।“ এরপর রোহিত আরও বলেন, “ তোমার সাফল্যের ভাণ্ডারে এই একটা জিনিসেরই অভাব ছিল। আমি গর্বিত যে একসঙ্গে সেটা অর্জন করতে পেরেছি। রাহুল, আমার প্রাপ্তি এটাই যে তোমাকে বিশ্বাস করতে পেরেছি। তোমাকে কোচ হিসেবে পেয়েছি। সবচেয়ে বড় কথা তোমার মতো বন্ধু পেয়েছি।“

আরও পড়ুন- কেকেআরের মেন্টর হতে বিরাট আর্থিক প্রস্তাব দ্রাবিড়কে


Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version