Thursday, November 13, 2025

বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কে সম্মান জানিয়ে বিশেষ বার্তা রোহিতের

Date:

সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। টি-য় ২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। এখন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ তিনি। এই দ্রাবিড়কে নিয়ে সোশ্যাল মিডিয়া বিরাট বার্তা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।

এই নিয়ে রোহিত নিজের সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখেন , “ আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার সঠিক শব্দ নেই। সেটা কখনও করতে পারব বলে মনে হয় না। তাই এখানে সেই চেষ্টাটাই করছি। ছোটবেলা থেকে তোমার খেলা দেখে বড় হয়েছি। যেভাবে লক্ষ লক্ষ মানুষ তোমার খেলা দেখেছে। কিন্তু আমি ভাগ্যবান যে তোমার সঙ্গে এত কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। তুমি ক্রিকেটের মহীরুহ সমান। কিন্তু তোমার সমস্ত কৃতিত্ব আর সাফল্যকে দূরে সরিয়ে রেখেই কোচ হিসেবে জাতীয় দলের ড্রেসিংরুমে এসেছিলে। আর আজ তুমি এমন একটা জায়গায় চলে এসেছ, যেখানে তোমার সম্বন্ধে প্রকাশ্যে কিছু বলতে আমাদের অসুবিধা হয় না। ক্রিকেটের জন্য তোমার ভালোবাসার জন্য এটা তোমার প্রাপ্য ছিল। তোমার থেকে অনেক কিছু শিখেছি। অনেক দারুণ মুহূর্ত কাটিয়েছি। আমার স্ত্রী বলে, তুমি আমার কাজের জগতের স্ত্রী। আমি নিজেও গর্বিত, তোমাকে সেই কাছের মানুষ মনে করতে পেরে।“ এরপর রোহিত আরও বলেন, “ তোমার সাফল্যের ভাণ্ডারে এই একটা জিনিসেরই অভাব ছিল। আমি গর্বিত যে একসঙ্গে সেটা অর্জন করতে পেরেছি। রাহুল, আমার প্রাপ্তি এটাই যে তোমাকে বিশ্বাস করতে পেরেছি। তোমাকে কোচ হিসেবে পেয়েছি। সবচেয়ে বড় কথা তোমার মতো বন্ধু পেয়েছি।“

আরও পড়ুন- কেকেআরের মেন্টর হতে বিরাট আর্থিক প্রস্তাব দ্রাবিড়কে


Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version